নেইমার-এমবাপ্পেকে ছাড়াই জিতল পিএসজি

ইনজুরির কারণে বেশ কিছুদিন ধরে দলের বাইরে নেইমার। দলের গোলমেশিন এডিনসন কাভানিও একই কারণে মাঠের বাইরে। ফরাসি কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে মঙ্গলবার সুপারস্টার কিলিয়ান এমবাপ্পেকেও দেখা গেল না একাদশে। তবে অ্যাঞ্জেল ডি মারিয়ার জোড়া গোলে দিজোঁকে ৩-০ গোলে হারিয়ে ঠিকই সেমিফাইনালে উঠেছে পিএসজি।
কোচ থমাস টাচেল এদিন বেশ বড় ঝুঁকিই নেন। এমবাপ্পেকে মাঠেই নামাননি পিএসজির জার্মান কোচ। তবে শিষ্যরা আস্থার প্রতিদান দিতে ভুল করেনি। নিজেদের মাঠে মঙ্গলবার রাতে ৩-০ গোলে আয়েশে ম্যাচ জিতেছে তারা। পিএসজির হয়ে অন্য গোলটি করেন বেলজিয়ান ডিফেন্ডার থমাস মুনিয়ের। ম্যাচের শুরুতেই দুর্দান্ত এক গোলে প্যারিসের দলটিকে এগিয়ে দেন ডি মারিয়া। সতীর্থের বাড়ানো বলে ডি-বক্সের বাইরে থেকে দারুণ বুদ্ধিমত্তায় গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল ঠিকানায় পাঠান আর্জেন্টাইন মিডফিল্ডার।
প্রথমার্ধের ২৮তম মিনিটে আবার স্কোরশিটে নাম তোলেন ডি মারিয়া। বক্সের বাইরের দুরূহ এক কোণ থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন এই তারকা। পিএসজি এগিয়ে যায় ২-০ গোলে। ফরাসি ক্লাবের হয়ে এ মৌসুমে এটি তাঁর নবম গোল। প্রথমার্ধের বাকি সময়ে আর গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও গোলের প্রচেষ্টা চালাতে থাকে পিএসজি। তবে গোল পেতে অপেক্ষা করতে হয় দীর্ঘক্ষণ। ৭৬তম মিনিটে ব্যবধান ৩-০ করে পিএসজি। বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন বেলজিয়ান ডিফেন্ডার মুনিয়ের।