সাকিবকে ছাড়া কেমন করবে বাংলাদেশ?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/02/27/photo-1551264626.jpg)
বিপিএলের ফাইনালে শ্রীলঙ্কান থিসারা পেরেরার বলে পুল করতে গিয়ে আঙ্গুলে চোট পান সাকিব আল হাসান। আঙ্গুলের চোট পাওয়া স্থানে স্ক্যান পরীক্ষায় ফাটল ধরা পড়লে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে পড়েন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ওয়ানডেতে সাকিবের অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পায় বাংলাদেশ। বল-ব্যাট দুটোতেই তাঁর সার্ভিস মিস করে দল। দেখতে দেখতে টেস্ট সিরিজটাও শুরু হয়ে যাচ্ছে। আগামীকাল হ্যামিল্টনে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টটাও নিশ্চিতভাবেই মিস করছেন সাকিব। মাহমুদুল্লাহ রিয়াদকে দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব। কিন্তু প্রশ্ন হয়ে দেখা দিয়েছে, সাকিব ছাড়া টেস্টে কেমন করবে বাংলাদেশ দল?
টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সফলতম ব্যাটসম্যানের নাম সাকিব আল হাসান। কিউইদের বিপক্ষে আট টেস্টের ১৫ ইনিংসে ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৭৬৩ রান করেছেন তিনি। দুটি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরির ইনিংস খেলা বাঁহাতি ব্যাটসম্যানের গড় ৬৩.৫৮। নিউজিল্যান্ডে ২০১৭ সালের সফরে ওয়েলিংটন টেস্টে খেলেছিলেন ২১৭ রানের নজরকাড়া ইনিংস। টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে গত বছর মুশফিকুর রহিমের অপরাজিত ২১৯ রানের আগে দেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল কিউইদের বিপক্ষে তাঁর ২১৭ রানের ইনিংসটাই। নিউজিল্যান্ডের পেসবান্ধব উইকেটে ব্যাটিংয়ে সাকিবের চাপের মুখে খেলার ক্ষমতা ও অভিজ্ঞতা ভালোভাবেই অনুভূত হবে বাংলাদেশের।
বোলিংয়েও বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে সবার উপরে সাকিব। আট টেস্টে ২৮.৯২ গড়ে ২৬টি উইকেট নিয়েছেন বাঁহাতি এ স্পিনার। দুই বার ইনিংসে পাঁচ উইকেট নেওয়া সাকিবের ক্যারিয়ার সেরা ৩৬ রানে সাত উইকেট নেওয়ার ঘটনাও কিউইদের বিপক্ষে। যদিও নিউজিল্যান্ডের উইকেটে স্পিনাররা তেমন সহায়তা পান না, তবে সাকিবের মতো চ্যাম্পিয়ন ক্রিকেটারের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং আর অভিজ্ঞতা মিলিয়ে অলরাউন্ড সক্ষমতা সহজে পূরণীয় নয়।
সাকিব-বিহীন বাংলাদেশ দলকে তাই বড় একটি পরীক্ষাতেই নামতে হচ্ছে আগামীকাল।