ফেভারিটদের জয়ের রাত

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে সব বড় দলই কাঙ্ক্ষিত জয় পেয়েছে। নিজ নিজ ম্যাচে এদিন জয় পেয়েছে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। ফেভারিটদের জয়ের রাতে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল।
নিজেদের মাঠ অ্যানফিল্ডে লিভারপুল ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ওয়াটফোর্ডকে। দলের হয়ে জোড়া গোল করেন ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। অল রেডদের হয়ে এদিন ম্যাচের প্রথমার্ধেই গোলের সূচনা করেন সাদিও মানে। ম্যাচের এই অর্ধেই আরেকটি গোল করেন আলেক্সান্ডার আর্নল্ড। লিভারপুলের অন্য গোলটি করেন বেলজিয়ান ফরোয়ার্ড ডিভোক ওরিগি।
ক্রিস্টাল প্যালেসের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইউনাইটেডের হয়ে জোড়া গোল করেছেন রোমেলু লুকাকু। অধিনায়ক পল পগবা করেছেন অন্য গোলটি। ক্রিস্টালের হয়ে একমাত্র গোলটি করেন ইংলিশ ডিফেন্ডার জোয়েল ওয়ার্ড।
ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে টটেনহ্যামের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে চেলসি। স্প্যানিশ ফরোয়ার্ড পেদ্রো ৫৭ মিনিটে এগিয়ে দেন চেলসিকে। ম্যাচের ৮৪ মিনিটে ট্রিপিয়ারের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত হয় ব্লুজদের।
দিনের অন্য ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি। আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরোর পেনাল্টি থেকে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা। এই জয়ের ফলে ২৮ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে রয়েছে সিটি।
একই দিনে জয় পেয়েছে আরেক বড় দল আর্সেনাল। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে বোর্নমাউথকে ৫-১ গোলে পরাজিত করেছে তারা।
ফেভারিটদের জয়ের রাতে লিভারপুল পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে। ২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে ইয়র্গেন ক্লপের দল।