র‍্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি অস্ট্রেলিয়ার

Looks like you've blocked notifications!

সদ্য সমাপ্ত দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক ভারতকে হোয়াইটওয়াশ করে আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের।  ১২০ রেটিং নিয়ে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে তারা। তবে সিরিজ হারলেও ১২২ রেটিং নিয়ে র‍্যাঙ্কিংয়ে আগের দ্বিতীয় অবস্থানেই আছে ভারত।

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে র‍্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে ছিল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে তিন ও দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে জিতে নেয় অসিরা। ফলে ভারতের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতে অ্যারন ফিঞ্চের দল। সিরিজ জয়ে আইসিসি র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে।

অস্ট্রেলিয়া তৃতীয় স্থান দখল করায় চতুর্থ স্থানে নেমে যেতে হলো দক্ষিণ আফ্রিকাকে। তবে সেখানে ইংল্যান্ডের সমান ১১৮ রেটিং রয়েছে প্রোটিয়াদের। ভগ্নাংশের হিসাবে এগিয়ে চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকা।

র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে রয়েছে পাকিস্তান। তাদের রেটিং ১৩৫। ৭৭ রেটিং নিয়ে দশম স্থানে বাংলাদেশ। ষষ্ঠ থেকে নবম স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা।