ব্রাজিল দলে নতুন মুখ

Looks like you've blocked notifications!

ব্রাজিল জাতীয় ফুটবল দলে প্রথম ডাক পেলেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। কোপা আমেরিকার আগে চলতি মাসে পানামা ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করে ব্রাজিল ফুটবল ফেডারেশন।

চলতি মৌসুমে নিজ শহর ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গো ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিয়াস। ক্লাবের হয়ে দারুণ নৈপুণ্যের কারণে মাত্র ১৮ বছর বয়সেই জাতীয় দলে ডাক পেলেন তিনি।

এ ছাড়া ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর দলে ফিরেছেন পিএসজির ডিফেন্ডার দানি আলভেজ। গত রাশিয়া বিশ্বকাপের আগে ইনজুরিতে পড়ায় আর টুর্নামেন্টে খেলতে পারেননি আলভেজ।

তবে দলে সুযোগ হয়নি রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার মার্সেলো, পলিনহো, উইলিয়ান ও কস্তার। ইনজুরির কারণে স্বাভাবিকভাবে দলে নেই নেইমারও।

আগামী ২৩ মার্চ পর্তুগালের পোর্তোয় পানামার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এরপর ২৬ মার্চ প্রাগে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে তিতের দল।

ব্রাজিল দল : অ্যালিসন, এডারসন, ওভেরটন (গোলরক্ষক ), অ্যালেক্স সান্দ্রো, দানি আলভেজ, দানিলো, এডার মিলিতাও, ফিলিপ লুইস, মারকুইনহোস, মিরান্ডা, থিয়াগো সিলভা (ডিফেন্ডার ), কাসেমিরো, আর্তুর, ফিলিপ কুটিনহো, ফ্যাবিনহো, অ্যালান, ফেলিপে অ্যান্ডারসন, লুকাস পাকুয়েতা (মিডফিল্ডার ), এভারটন, রবার্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র (ফরোয়ার্ড )।