টানা অষ্টম শিরোপা জয়ের পথে রোনালদোর জুভেন্টাস

ইতালিয়ান সিরি-এর গুরুত্বপূর্ণ ম্যাচে নাপোলিকে হারিয়ে টানা অষ্টম শিরোপার পথে বড় বাধা অতিক্রম করল জুভেন্টাস। নাপোলির মাঠে রোববার রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে লিগের শীর্ষ দুদলের লড়াইয়ে ২-১ গোলে জেতে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। সিরি-এতে এ মৌসুমে এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি জুভরা। লিগের এ পর্যায়ে অতি নাটকীয় কিছু না ঘটলে অপরাজিত দলটির টানা অষ্টম শিরোপা জয় সময়ের ব্যাপার মাত্র।
ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা নাপোলি। ২৮তম মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোকে ফাউল করে তাদের ডিফেন্ডার পেরেত লাল কার্ড দেখেন। ডি-বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো ফ্রি-কিকে বল জালে পাঠান মিরালেম পিয়ানিচ। ১-০ গোলে এগিয়ে যায় জুভেন্টাস।
১০ জনের দল হয়েও দিশেহারা হয়নি নাপোলি। উল্টো টানা বেশ কয়েকটি আক্রমণ করে কার্লো অ্যানচেলেত্তির শিষ্যরা। কিন্তু ৩৯তম মিনিটে দ্বিতীয় গোল খেয়ে বসে তারা। সতীর্থের ক্রস থেকে দারুণ হেডে বল জালে পাঠান এমরে কান। ম্যাচের ৪৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জুভেন্টাসের গোলদাতা পিয়ানিচ। ১০ জনের দলে পরিণত হয় জুভরাও। সেই সুযোগে ৬১তম মিনিটে ব্যবধান কমিয়ে ফেলে নাপোলি। স্প্যানিশ ফরোয়ার্ড হোসে ক্যাওয়েন নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন।
উজ্জীবিত নাপোলি এরপর আরো বেশি আক্রমণাত্মক খেলতে থাকে। কিন্তু একের পর এক আক্রমণ করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ৮৩তম মিনিটে নাপোলিকে পুড়তে হয় পেনাল্টি মিসের বেদনায়। জুভদের ডি-বক্সে হ্যান্ডবল হলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সমতায় ফেরার সুবর্ণ সুযোগ এলেও স্পট কিক গোলপোস্টে মেরে হতাশ করেন নাপোলির ফরোয়ার্ড ইনসিনিয়ে।
২৬ ম্যাচে জুভেন্টাসের পয়েন্ট এখন ৭১। হেরেও দ্বিতীয় স্থানে থাকা নাপোলির পয়েন্ট ৫৬।