কিরগিজস্তানের মাঠেও হেরেছে বাংলাদেশ
ঘরের মাঠে এই কিরগিজস্তানের সঙ্গে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। নতুন কোচের অধীনে নতুন আশা নিয়ে ফিরতি ম্যাচে জয়ের স্বপ্ন দেখেছিলেন মামুনুলরা। কিন্তু তাঁদের সে আশা পূর্ণতা পায়নি। বিশ্বকাপ বাছাই পর্বে কিরগিজস্তানের কাছে আবারো হেরেছে বাংলাদেশ।
মঙ্গলবার বিশকেকে ফাবিও লোপেজের দল ২-০ গোলে হেরে যায়।
ম্যাচের ২৭ মিনিটে কিরগিজস্তান এগিয়ে যায়। বাংলাদেশের জালে প্রথম বল পাঠান স্ট্রাইকার ভিতালি লুক্স। অবশ্য ব্যবধান দ্বিগুণ করতে বেশ কিছুক্ষণ সময় লেগেছে তাদের। ৮৯ মিনিটে ফরোয়ার্ড ইলদার আমিরভ করেন কিরগিজস্তানের পক্ষে দ্বিতীয় গোল।
বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের এটি চতুর্থ হার। কিরগিজস্তানের সঙ্গে দুই হার ছাড়াও অস্ট্রেলিয়ার সঙ্গে পার্থে ৫-০ ও ঢাকায় জর্ডানের বিপক্ষে ম্যাচে ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশ। অবশ্য তাজিকিস্তানের সঙ্গে ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল তারা।
আসরে বাংলাদেশ আরো তিনটি ম্যাচ খেলবে। ১২ নভেম্বর তাজিকিস্তানের সঙ্গে তাদেরই মাটিতে, ১৭ নভেম্বর ঢাকায় অস্ট্রেলিয়ার সঙ্গে এবং আগামী বছর ২৪ মার্চ জর্ডানের সঙ্গে তাদেরই মাটিতে খেলবেন মামুনুলরা। অবশ্য অস্ট্রেলিয়া দল ঢাকায় আসবে কি না, তা এখন অনেকটাই অনিশ্চিত। কারণ, নিরাপত্তা ঝুঁকির কারণে তাদের ফুটবল ফেডারেশন এরই মধ্যে ফিফার কাছে চিঠি দিয়েছে।