পাকিস্তানে খেলতে যাবেন না ডি ভিলিয়ার্স
সংযুক্ত আরব আমিরাতে চলছে পাকিস্তান সুপার লিগ—পিএসএলের চতুর্থ আসর। শারজাহ ও দুবাইতে হচ্ছে ম্যাচগুলো। তবে গত আসরের মতো টুর্নামেন্টের কয়েকটা ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে। ডি ভিলিয়ার্স, পোলার্ড, স্যামি, আন্দ্রে রাসেল, শেন ওয়াটসনের মতো বিশ্ব ক্রিকেটের বড় বড় তারকা টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না হওয়া পাকিস্তানের মাটিতে বড় বড় সব তারকাকে দেখার অধীর অপেক্ষায় রয়েছেন দেশটির ক্রিকেটভক্তরা। লাহোর কালান্দার্স দলের হয়ে এবারই প্রথম পিএসএলে অংশ নিচ্ছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। কথা ছিল, কালান্দার্সের হয়ে পাকিস্তানে ম্যাচ খেলতে যাবেন তিনিও। তবে তাঁর দল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, পাকিস্তানে যাচ্ছেন না এবি।
ডি ভিলিয়ার্সের পাকিস্তানে খেলতে না যাওয়ার ঘোষণা আসার পরেই সবার জিজ্ঞাসা, ঠিক কী কারণে আসতে অপারগতা জানিয়েছেন তিনি। সম্প্রতি পিএসএলে খেললে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ দেওয়া হবে না মর্মে আলোচনা চলছিল। তা ছাড়া ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ প্রায় লেগে গেছে। বিশেষ কারণে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ম্যাচগুলো করাচিতে সরিয়ে নেওয়া হয়েছে। তবে কি নিরাপত্তাজনিত কারণেই তাঁর এই না যাওয়ার সিদ্ধান্ত?
এবারের আসরে মোহাম্মদ হাফিজের ইনজুরিতে পড়ার কারণে লাহোর দলটির নেতৃত্ব দিচ্ছিলেন ডি ভিলিয়ার্স। কিন্তু কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন ভিলিয়ার্স নিজেও। দলের হয়ে পরের ম্যাচ দুটোতে মাঠে নামলেও ইনজুরিটা বড় হয়ে দেখা দিয়েছে। আর সে জন্যই লিগ পর্বের শেষ দুটি ম্যাচ খেলতে পাকিস্তানে যাওয়া হচ্ছে না এবির। কালান্দার্স তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘যদিও দলের হয়ে শেষ দুটি ম্যাচ খেলার কথা ছিল এবির। তবে চোটের জন্য চিকিৎসক তাঁকে বিশ্রাম নিতে বলেছেন।’
পাকিস্তানে খেলতে যেতে না পেরে হতাশ হয়েছেন ডি ভিলিয়ার্স নিজেও। দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘চিকিৎসক আমাকে দুই সপ্তাহের বিশ্রামে থাকতে বলেছেন। ফলে করাচিতে গিয়ে খেলা হচ্ছে না আমার। পাকিস্তানের ক্রিকেটপাগল লোকজনের সামনে খেলতে পারব না ভেবে খুবই হতাশ আমি। তবে আশা করি, আগামী বছর পিএসএলে অংশ নিতে পারব এবং পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে অবদান রাখতে পারব।’