সাকিবের ভাগ্য নির্ধারণ আজ
বিপিএলের ফাইনাল ম্যাচে পাওয়া চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান সাকিব আল হাসান। সিরিজে বাংলাদেশ দলের পারফরম্যান্সটাও হয় তথৈবচ। আশা ছিল, সুস্থ হলে টেস্ট সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। কিন্তু আঘাত পাওয়া আঙুলের কারণে প্রথম টেস্ট খেলা হয়নি সাকিবের। দ্বিতীয় টেস্টেও মাঠে নামা হচ্ছে না বাংলাদেশ অধিনায়কের, এটা প্রায় নিশ্চিত। কিন্তু তৃতীয় টেস্টে দল কি বিশ্বসেরা অলরাউন্ডারের সার্ভিস পাবে? উত্তর জানা যাবে আজ।
খেলোয়াড়টির নাম সাকিব আল হাসান বলেই অন্তত শেষ টেস্টে হলেও বাংলাদেশ দলে তাঁকে দেখতে আগ্রহী টিম ম্যানেজমেন্ট। সফরজুড়েই দলে তাঁর অভাব অনুভূত হচ্ছে। বাঁহাতি এই অলরাউন্ডার দলে থাকা মানে একজনকে নামিয়েই বোলিং-ব্যাটিংয়ের দুই ডিপার্টমেন্টে দুজনের সার্ভিস পাওয়া। সঙ্গে দীর্ঘদিনের অভিজ্ঞতা তো আছেই। তাই যেকোনো কন্ডিশনে সব সময় অটোমেটিক চয়েসের নাম সাকিব।
ইনজুরির কারণে আপাতত বিশ্রামে আছেন এই অলরাউন্ডার। যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে গিয়েছিলেন ব্যাংককে। সেখান থেকে দেশে এসেই গতকাল আঙুলের এক্স-রে করিয়েছেন সাকিব। আজ পাওয়া যাবে সেই পরীক্ষার রিপোর্ট। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘ওর এক্স-রে পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে মঙ্গলবার। হাতে পেলে সেগুলো দেখে ওর অবস্থাটা জানা যাবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।’
এদিকে, বিসিবি সভাপতি নাজমুল আহসান পাপন গতকাল ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির পুরস্কার বিতরণী শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সাকিবের প্রসঙ্গে। বাংলাদেশ দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকের ইনজুরি নিয়েও কথা বলেছেন তিনি। সম্পূর্ণ সুস্থতার ওপরেই দুজনের টেস্টে মাঠে নামা নির্ভর করছে জানিয়ে বিসিবি বস বলেন, ‘সাকিব ডিপিএলে খেলতে চেয়েছিল। আপাতত এক সপ্তাহের বিশ্রামে থাকলেও সম্ভবত কিছুটা ভালো বোধ করছে ও। পুরোপুরি সুস্থ হলে হয়তো নিউজিল্যান্ডে যাবে। আর মুশফিক ম্যাচ খেলার মতো শতভাগ ফিট হলে খেলবে।’