ইউরোতে নেই নেদারল্যান্ডস
২০১৪ বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জনকারী নেদারল্যান্ডস অংশ নিতে পারবে না ২০১৬ সালের ইউরো কাপে। বাছাইপর্বের বাধা পেরোতে না পারায় ১৯৮৪ সালের পর প্রথমবারের মতো ইউরো কাপের বাইরে থাকতে হচ্ছে ডাচদের। মঙ্গলবার বাছাইপর্বের শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ৩-২ গোলে হেরে ছিটকে পড়েছে ১৯৮৮ সালের ইউরো কাপজয়ীরা।
গ্রুপ পর্বে প্রথম তিনটি স্থানের মধ্যে থাকতে পারলেও প্লে-অফ খেলে চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার একটা সুযোগ পেত নেদারল্যান্ডস। কিন্তু ‘এ’ গ্রুপ থেকে চতুর্থ স্থান নিয়ে শেষ হয়েছে ডাচদের বাছাইপর্ব পেরোনোর মিশন। ১০ ম্যাচ শেষে তাঁদের সংগ্রহ ১৩ পয়েন্ট। ২২ ও ২০ পয়েন্ট নিয়ে প্রথম দুটি স্থান দখল করে সরাসরি ইউরো কাপ নিশ্চিত করেছে চেক প্রজাতন্ত্র ও আইসল্যান্ড। ১৮ পয়েন্ট পাওয়া তুরস্কও সরাসরি খেলতে পারবে ২০১৬ সালের ইউরো কাপে। কারণ, সব গ্রুপ মিলিয়ে তৃতীয় স্থান অর্জনকারী দলগুলোর মধ্যে তাদের পয়েন্টই সবচেয়ে বেশি। বাকি আটটি তৃতীয় স্থান অর্জনকারী দলকে খেলতে হবে প্লে-অফ।
৪৩ মিনিটের মাথায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন চেক প্রজাতন্ত্রের ডিফেন্ডার ম্যারেক সুচি। কিন্তু ১০ জনের দলের বিপক্ষে খেলেও জয় তুলে নিতে পারেনি নেদারল্যান্ডস। ২৪ ও ৩৫ মিনিটে দুটি গোল করে ডাচদের চাপের মুখে ফেলে দিয়েছিল চেক প্রজাতন্ত্র। ৬৬ মিনিটে নেদারল্যান্ডসের সর্বনাশ করে বসেন দলের সেরা তারকা রবিন ফন পার্সি। বল জড়িয়ে দেন নিজেদের জালেই। ৩-০ গোলে পিছিয়ে পড়ার পরও খেলায় ফিরতে মরিয়া চেষ্টা চালিয়েছিল কমলারা। ৭০ মিনিটে একটি গোল শোধ করেছিলেন ক্লস-জান হান্টেলার। ৮৩ মিনিটে আরেকটি গোল শোধ করেছিলেন ফন পার্সি। কিন্তু শেষ পর্যন্ত ৩-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে নেদারল্যান্ডসকে।