বাংলাদেশের প্রেরণা হতে পারে প্রথম টেস্টের অর্জন

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর সিরিজের প্রথম টেস্টেও বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তারপরও হ্যামিল্টন টেস্টে বাংলাদেশের দারুণ কিছু প্রাপ্তি ছিল। সে ম্যাচে সেঞ্চুরি করেছেন তিন ব্যাটসম্যান। প্রথম টেস্টের অর্জনগুলো বাংলাদেশ দলের জন্য বড় প্রেরণা হতে পারে।
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান নেই। চোটের কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে পড়েন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তবে দুই ওপেনার তামিম ইকবাল ও সাদমান ইসলাম বাংলাদেশকে প্রথম ইনিংসে দারুণ সূচনা এনে দেন। ২৪ রান করে সাদমান ফিরলেও দলকে এগিয়ে নেন তামিম। তারপরও ২৩৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
অন্যরা ব্যর্থ হলেও ব্যতিক্রম ছিলেন তামিম। ১২৬ রানের চমৎকার একটি ইনিংস খেলেন তিনি। যেখানে দ্বিতীয় সর্বোচ্চ ছিল লিটন দাসের, ২৯ রান।
জবাবে রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড, ৭১৫ রান করে তারা। ৪৮১ রানে প্রথম ইনিংসে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত লড়াই করেন সৌম্য, মাহমুদউল্লাহ ও তামিম। তামিম সেঞ্চুরি করতে না পারলেও বেশ দাপুটে ইনিংস খেলেছেন সৌম্য ও মাহমুদউল্লাহ। দুজনেই ক্যারিয়ার-সেরা দুটি ইনিংস খেলেন। সৌম্য ১৪৯ ও মাহমুদউল্লাহ ১৪৬ রান করেন। আর তামিম করেন ৭৪ রান। বাংলাদেশ থামে ৪২৯ রানে। তাই ইনিংস ও ৫২ রানে হারে বাংলাদেশ।
এই অর্জনগুলো পরের টেস্টে বাংলাদেশের জন্য প্রেরণা হতে পারে। এ ব্যাপারে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভালো করলে আমাদের ভালো কিছু করার সুযোগ থাকত। তবে দ্বিতীয় টেস্টে জেতাটা আসলেই গুরুত্বপূর্ণ। আমরা জেতার জন্যই খেলব আর আমি মনে করি, এই স্পৃহাটাই বেশি গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।
নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, লম লাথাম, হেনরি নিকোলস, জিত রাভাল, টিম সাউদি, রস টেইলর, নিল ওয়াগনার, বিজে ওয়াটলিং ও উইল ইয়ং।