নারী দিবসে মুশফিকের শুভেচ্ছা
আজ বিশ্ব নারী দিবস। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে শুভেচ্ছার বন্যা। সেই তালিকা থেকে বাদ পড়েননি বাংলাদেশের খেলোয়াড়রাও। নিউজিল্যান্ড থেকেই নারী দিবসে শুভেচ্ছা জানিয়েছেন টাইগারদের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান মুশফিক। ছবিতে মা, শাশুড়ি ও স্ত্রী জান্নাতুল কিয়াফাত মন্ডির সঙ্গে মুশফিকও আছেন। ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন, ‘পৃথিবীর সকল নারীদের প্রতি রইলো নারী দিবসের শুভেচ্ছা। এখানে ছবিতে রয়েছে আমার জীবনের কয়েকজন শক্ত স্তম্ভ, যাদের জন্য আমি এই দিনটি উদযাপন করি। সবাইকে ভালোবাসি।’
মুশফিক এখন নিউজিল্যান্ড সফরে আছেন। চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি। পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় দ্বিতীয় টেস্টেও তাঁর খেলা অনিশ্চিত।
মুশফিকের সম্পর্কে দলের কোচ স্টিভ রোডস বলেন, ‘এখনো সে ব্যথা অনুভব করেছে। তাই দ্বিতীয় ম্যাচে পুরোপুরি অনিশ্চিত। তবে ভালো খবর হলো তৃতীয় ম্যাচে সে খেলবেই। আশা করছি এর মাঝে আর কোনো সমস্যা হবে না।’
বৃষ্টির বাগড়ায় ওয়েলিংটনে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিন নির্ধারিত সময়ে খেলা মাঠে গড়ায়নি। শুধু তাই নয়, টস হয়নি নির্ধারিত সময়ে। তাই বৃষ্টিতে পরিত্যক্ত হয় প্রথম দিনের খেলা। ভোর ৬টা থেকে শুরু হওয়া তুমুল বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ায়নি।