জয় দিয়ে আবাহনীর শিরোপা ধরে রাখার মিশন শুরু

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম ম্যাচে বিকেএসপিকে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশনে শুভসূচনা করেছে আবাহনী লিমিটেড। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ওপেনার জহুরুল ইসলাম অমির দারুণ এক সেঞ্চুরিতে লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ৬০ রানে পরাজিত করে বিকেএসপিকে।
মিরপুরের উইকেটে টস জিতে প্রথমে আবাহনীকে ব্যাট করার আমন্ত্রণ জানায় বিকেএসপি। ৫৩ রানে চার উইকেট তুলে নিয়ে দলকে দারুণ শুরু এনে দেন বিকেএসপির বোলাররা। তবে বাঁধার প্রাচীর হয়ে দাঁড়ান আবাহনীর উদ্বোধনী ব্যাটসম্যান জহুরুল। ইনিংসের শুরু থেকে শেষ বল পর্যন্ত খেলে ১৪৭ বলে অপরাজিত ১২১ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। পঞ্চম উইকেট জুটিতে তাঁকে যোগ্য সঙ্গ দেন জাতীয় দলের বাঁহাতি অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ৮০ বল থেকে ৫৫ রানের চমৎকার একটি ইনিংস খেলেন তিনি। দুজনের সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২১৬ রান করে আবাহনী। বিকেএসপির বোলার আবু নাসের ৩৯ রানে নেন তিনটি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বিকেএসপি। আবাহনীর হয়ে বল করা মোট সাত বোলারের প্রত্যেকেই উইকেট পান। দলীয় শতরান পূর্ণ হওয়ার আগেই প্যাভিলিয়নে ফেরত যান বিকেএসপির ছয়জন ব্যাটসম্যান। দলের অধিনায়ক আব্দুল কাইয়ুম ৩৮ এবং ওপেনার রাতুল খান ৩৭ রান করে পরাজয়ের ব্যবধানটাই শুধু কমিয়েছেন। শেষ পর্যন্ত ৪০.৫ ওভারে ১৫৬ রানে গুটিয়ে যায় বিকেএসপির ইনিংস। ৬০ রানের দারুণ জয় দিয়ে লিগ শিরোপা ধরে রাখার মিশন শুরু করে আবাহনী।