জয় দিয়ে শুরু মোহামেডানের
গাজী গ্রুপ ক্রিকেটার্সকে তিন উইকেটে পরাজিত করে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শুভসূচনা করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ সাভারের বিকেএসপি মাঠে অনুষ্ঠিত লো-স্কোরিং ম্যাচে রান তাড়া করতে নেমে শুরুর দিকে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে মোহামেডান। কিন্তু মিডলঅর্ডার ব্যাটসম্যান রকিবুল হাসান ও শেষদিকের ব্যাটসম্যানদের দৃঢ়তায় জয় নিয়ে মাঠ ছাড়তে পারে ঐতিহ্যবাহী দলটি।
শনিবার টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মোহামেডান। গাজী গ্রুপের ব্যাটসম্যানদের রীতিমতো দুঃস্বপ্ন উপহার দেয় মোহামেডানের পেসার শফিউল ইসলাম। জাতীয় দলের এ পেসারের মারাত্মক বোলিংয়ে দলীয় ২৬ রানে ছয় উইকেট হারায় গাজী গ্রুপ। সাত নম্বরে ব্যাট করতে নামা অলরাউন্ডার তৌহিদ তারেক ও আট নম্বরে নামা উইকেটরক্ষক ব্যাটসম্যান শামসুল ইসলামের ব্যাটে ঘুরে দাঁড়ায় গাজী। ৫৬ রান করে তৌহিদ আউট হয়ে গেলেও অপরাজিত ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শামসুল। অন্য কোনো স্বীকৃত ব্যাটসম্যান না থাকায় ৪৫.২ ওভারে ১৮২ রানে অলআউট হয়ে যায় গাজী গ্রুপ।
জবাবে ব্যাট করতে নেমে ৫১ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে মোহামেডানও। তবে রকিবুল হাসানের অপরাজিত ৮২ রানের উপর ভর করে ৪৫.২ ওভারে জয়ের জন্য ১৮৩ রানে পৌঁছে যায় মতিঝিলের দলটি। তবে আগুন ঝরানো বোলিংয়ের জন্য ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন পেসার শফিউল ইসলাম।
দিনের অন্য ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব দুই উইকেটে পরাজিত করে খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে। ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত অপর ম্যাচে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ৯ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে।