ইংল্যান্ডের ব্যাটিং কোচ হচ্ছেন থর্প
সম্প্রতি ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়ছেন মার্ক রামপ্রকাশ। এ বছরের অ্যাশেজ সিরিজের জন্য তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন গ্রাহাম থর্প। এরই মধ্যে বিষয়টি নিশ্চিত হয়েছে।
রামপ্রকাশ ২০১৪ সাল থেকে ইংল্যান্ড দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন এবং তিনি টেস্ট দলের ব্যাটিংয়েই বেশি নজর দিতেন। আর ওয়ানডে দলের সঙ্গে থাকতেন থর্প।
তবে পুরুষ বিভাগের ক্রিকেট ডিরেক্টর হিসেবে অ্যাশলে জাইলস দায়িত্ব নেওয়ার পর তাঁকে চলে যেতে হচ্ছে। এক টুইট বার্তায় রামপ্রকাশ বলেন, ‘আসন্ন অ্যাশেজ সিরিজে আমার কোনো ভূমিকা থাকবে না, আমাকে কেবল এটুকুই জানানো হয়েছে। গত পাঁচ বছর ইংল্যান্ড দলের সঙ্গে কাজ করা একটা বড় পাওয়া। দলের জন্য আমার শুভকামনা রইল।’
আগামী সেপ্টেম্বরে মেয়াদ শেষ হওয়ার পর দায়িত্ব ছেড়ে দিচ্ছেন বর্তমান প্রধান কোচ ট্রেভর বেলিস। এবার রামপ্রকাশকেও সরে যেতে হচ্ছে।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক মুখপাত্র বলেন, ‘আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা পরবর্তী অ্যাশেজ সিরিজের কোচিং স্টাফ চূড়ান্ত করব। আসন্ন অ্যাশেজে কোচিং স্টাফে থাকছেন না রামপ্রকাশ।’