টেস্ট ক্রিকেটই জনপ্রিয়তার শীর্ষে
এই কিছুদিন আগে আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। পাঁচ দিন ধরে টেস্ট ক্রিকেট দেখার সময় এখন আর মানুষের নেই। টেস্ট ক্রিকেট শেষ হয়ে যাওয়ার পথে বলে মনে করেন তিনি।
অথচ মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) এক জরিপে জানা গেছে, ৮৬ শতাংশ দর্শক এখনো টেস্ট ক্রিকেটকে পছন্দ করে।
আইসিসির চেয়ারম্যানের বক্তব্যের পরই একটি সমীক্ষা করে এমসিসি। একশটি দেশের ১৩ হাজার সমর্থককে নিয়ে সমীক্ষা করে এমসিসি। সমীক্ষা শেষে দেখা গেছে, ৮৬ শতাংশ সমর্থকই বলেছেন, তিন ফরম্যাটের মধ্যে টেস্ট ক্রিকেটেই প্রথম পছন্দ।
টেস্ট ক্রিকেটের পরে আছে ওয়ানডে, টি-টোয়েন্টি ও ফ্র্যাঞ্চাইজি ঘরোয়া ক্রিকেট লিগ। এমসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘সমীক্ষায় দেখা গেছে, টেস্টের প্রতি আকর্ষণই সবচেয়ে বেশি দর্শকদের। আকর্ষণ কোনো নির্দিষ্ট দল বা কোনো বিশেষ বয়সসীমার মধ্যে সীমাবদ্ধ নয়।’
টেস্ট ক্রিকেট নিয়ে আগ্রহ বেশি দর্শকদের, তাই এ ফরম্যাটের ম্যাচের টিকেটের দাম কমানোর দাবিও করা হয়েছে। সমীক্ষায় দর্শকরা জানিয়েছে, ‘টেস্ট ম্যাচে টিকেটের দাম কমানো উচিত। টিকেট যাতে সহজে দর্শকদের কাছে পৌঁছায়, সেটিও খেয়াল রাখতে হবে। পাশাপাশি অর্ধেক দিনের খেলা দেখার জন্য টিকেটের ব্যবস্থা করতে হবে, যাতে পরিবার নিয়ে অল্প কিছু সময়ের জন্যও মাঠে আসা যায়।’