ম্যান সিটিতেই থাকছেন গার্দিওলা
চলমান মৌসুমের শেষে পেপ গার্দিওলার জুভেন্টাসে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যায়। তবে বিষয়টি উড়িয়ে দিয়েছেন তিনি; বরং ম্যানচেস্টার সিটির সঙ্গে বর্তমান চুক্তি আরো কিছুদিন বাড়ানোর আগ্রহ তাঁর।
সম্প্রতি ইতালির এক সংবাদমাধ্যম দাবি করেছে আগামী মৌসুমে জুভেন্টাসে যেতে পারেন গার্দিওলা। যদিও গার্দিওলা বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, শুধু বরখাস্ত হলেই ম্যানচেস্টার সিটি ছেড়ে যাবেন।
২০২১ সাল পর্যন্ত গার্দিওলার সঙ্গে ম্যান সিটির চুক্তি। গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ‘আমি জানি, বর্তমান সময়ে সবার সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব অনেক বেশি। কিন্তু গণমাধ্যমে যে ধরনের খবর প্রচারিত হয়, তার অনেক সময় কোনো ভিত্তি থাকে না। যারা প্রচার করেছে আমি জুভেন্টাসে যাচ্ছি, তাদের কেউই আমার সঙ্গে বা আমার এজেন্টের সঙ্গে, এমনকি জুভেন্টাসের সঙ্গে কথা বলেনি। এখনো আমার সঙ্গের সিটির দুই বছরের চুক্তি বাকি রয়েছে এবং আমি কোথাও যাচ্ছি না। ম্যানচেস্টার সিটি যদি আগ্রহ দেখায় তবে দুই বছর নয়, আরো দীর্ঘদিন এখানেই থাকতে চাই।’