বাংলাদেশকে হারিয়ে নিউজিল্যান্ডের রেকর্ড
টানা দুই টেস্টে বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১২ রানে জয় পায় কিউইরা। এই জয়ে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-০তে এগিয়ে যায় স্বাগতিকরা। এই সাফল্যে দারুণ একটি রেকর্ডও গড়েছে তারা। টানা পাঁচটি টেস্ট সিরিজ জিতেছে নিউজিল্যান্ড।
নিজেদের ক্রিকেট ইতিহাসে এই প্রথম টানা পাঁচটি টেস্ট সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। আর রেকর্ড বইয়ে নতুন করে নাম লিখিয়েছে তারা। এমন রেকর্ড আছে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের।
সবচেয়ে বেশি টানা নয়টি টেস্ট সিরিজ জয়ের রেকর্ড আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের। ২০১৭ সালে মার্চে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে হেরেছিল নিউজিল্যান্ড। এরপর খেলা পাঁচটি টেস্ট সিরিজের সবকটি জিতে নেয় কিউইরা। এরমধ্যে চারটিই দেশের মাটিতে। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। অন্যটি সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে জয় পায় কিউইরা।
ওয়েলিংটনে আজ মঙ্গলবার সিরিজের দ্বিতীয় টেস্টের পঞ্চম ও শেষ দিনে প্রথম সেশনেই দ্বিতীয় ইনিংস গুটিয়ে নেয় বাংলাদেশ। তাই ইনিংস ও ১২ রানে হেরেছে তারা। তিন ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড তাই এগিয়ে গেছে ২-০-তে।
ম্যাচের প্রথম দুদিন বৃষ্টিতে ভেসে গিয়েছিল। পরের তিনদিনের মধ্যে দুদিনের কিছুটা বেশি সময় খেলা হয়েছে, আর এ সময়ের মধ্যেই হেরে গেছে বাংলাদেশ।
ম্যাচে বাংলাদেশ আগের দিনের তিন উইকেটে ৮০ রান নিয়ে ব্যাট করতে নেমে নিল ওয়েগনার ও ট্রেন্ট বোল্টের বিধ্বংসী বোলিং আক্রমণের সামনে ২০৯ রানেই ইনিংস গুটিয়ে নেয়।
অধিনায়ক মাহমুদউল্লাহর হাফ সেঞ্চুরি (৬৭), মোহাম্মদ মিঠুন (৪৭), সাদমান ইসলাম (২৯) ও সৌম্য সরকার (২৮) ছোট কয়েকটি ইনিংস খেললেও দলের হার এড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না। তাই আবারও ইনিংস হারের লজ্জা পেতে হয়েছে।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ২১১ রান গড়েছিল। জবাবে ৪৩২ রান নিয়ে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। রস টেইলর, হেনরি নিকোলাস ও কেন উইলিয়ামসনের দুর্দান্ত ব্যাটিংয়েই এই বিশাল সংগ্রহ গড়েছিল স্বাগতিকরা। টেইলর ব্যক্তিগত তৃতীয় ডাবল সেঞ্চুরি করে দলকে এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছেন। মুস্তাফিজের শিকার হয়ে সাজঘরে ফেরার আগে খেলেন ২০০ রানের চমৎকার একটি ইনিংস। আর উইলিয়ামসন ১০৫ বলে ৭৪ করে আউট হয়েছেন। নিকোলাস ১২৯ বলে ১০৭ রান করেন।