হকি খেলোয়াড়দের অনড় অবস্থান

Looks like you've blocked notifications!

দলবদলের দাবিতে এর আগে গত সেপ্টেম্বরেও এসএ গেমস ক্যাম্প বর্জন করেছিলেন তাঁরা। সার্ভিসেস দলগুলোর বাইরে থাকা জাতীয় দলের খেলোয়াড়দের বর্জনের কারণেই হকি ফেডারেশন বাধ্য হয়েই সেই ক্যাম্পটি স্থগিত করেছিল। বৃহস্পতিবার আবার নতুন করে শুরু হয়েছে ক্যাম্পটি। কিন্তু বিদ্রোহী খেলোয়াড়রা সেই অনড় অবস্থানেই রয়েছেন। দলবদলের তারিখ ঠিক না হওয়া পর্যন্ত ক্যাম্পে যাবে না বলে সেই অবস্থানের কথা আবারো জানিয়েছেন তাঁরা। 

বৃহস্পতিবার আবাহনী ক্লাব মাঠে বিদ্রোহীদের পক্ষে পুষ্কর খীসা মিমো লিখিত বক্তব্য পড়ে শোনান। তাঁরা কেন ক্যাম্পে যোগ দিচ্ছেন না সেই অবস্থানটা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। 

জাতীয় দলের স্ট্রাইকার মিমো বলেন, ‘সার্ভিসেস দলগুলোর খেলোয়াড়রা তাঁদের সংস্থা থেকে বেতন পাচ্ছেন। কিন্তু আমাদের জীবন চলবে কীভাবে। দলবদলই তো আমাদের উপার্জনের একমাত্র ক্ষেত্র। সেই দলবদল না হলে জাতীয় দলের হয়ে খেলে কী লাভ আমাদের। আমরা চাই আগে দলবদলের তারিখ ঘোষণা করা হোক। তারপরই আমরা ক্যাম্পে যোগ দেব।’

একই দাবি জাতীয় দলের আরেক খেলোয়াড় হাসান জোবায়ের নিলয়েরও, ‘আমরা কখনোই ক্যাম্পে যোগ দেওয়ার বিপক্ষে নই। দলবদলের সুনির্দিষ্ট তারিখ চাই আমরা। এর আগের দু-তিনবার তারিখ ঘোষণা করার পরও দলবদল হয়নি। আমরা তেমন তারিখ চাই না এবার।’