বিয়ে করছেন মিরাজ-মুমিনুলও
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/03/21/photo-1553157876.jpg)
এই কদিন আগে নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। একটা বাজে অভিজ্ঞতা নিয়ে দেশে ফেরে তারা। সেই অভিজ্ঞতার রেশ কিছুটা হলেও কেটেছে। ক্রিকেটারদের মধ্যে এখন খুশির জোয়ার বইছে। এরই মধ্যে অনেকেই জেনে গেছেন পেসার মুস্তাফিজুর রহমান বিয়ের পিঁড়িতে বসছেন। নতুন খবর হলো, বিয়ে করছেন আরো দুই তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও মুমিনুল হক।
মিরাজের পারিবারিক সূত্রে জানা গেছে, নিজের শহর খুলনার মেয়ে রাবেয়া আখতার প্রীতির সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন মিরাজ। দুজনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার পরিণয়ে রূপ পেতে যাচ্ছে। আপাতত দুজনের আকদ হবে আর বিশ্বকাপের পর হবে অনুষ্ঠান।
আর মুমিনুলের বিয়ে আগামী ১৯ এপ্রিল। কনে ফারিহা বাশার, থাকেন ঢাকার মিরপুরে। এখন বিয়ে নিয়েই তাঁর যত ব্যস্ততা।
আর মুস্তাফিজের বিয়ে আগামীকাল শুক্রবার সাতক্ষীরায়। পারিবারিক সূত্র জানিয়েছে, পাত্রী মুস্তাফিজের খুব কাছের আত্মীয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষে পড়াশোনা করছেন তিনি। এর মধ্যেই বিয়ের জন্য মুস্তাফিজ সাতক্ষীরায় চলে গেছেন। পাত্রীরও আজকের মধ্যেই সাতক্ষীরা পৌঁছানোর কথা রয়েছে।
এই কিছুদিন আগে চুপিসারে বিয়েটা সেরে ফেলেছেন তারকা ব্যাটসম্যান সাব্বির রহমানও। বাংলাদেশসহ গোটা ক্রিকেটবিশ্বের নজর যখন নিউজিল্যান্ডের ভয়াবহ হামলার দিকে, ঠিক তখনই বিয়ে করে ফেলেন জাতীয় দলের এই মারকুটে ব্যাটসম্যান। গত শনিবার রাতে তাঁর আকদ সম্পন্ন হয়েছে।
সাব্বিরের স্ত্রী অর্পা উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী। ঢাকার বাসায় দুই পক্ষের অল্প কয়েকজন আত্মীয়স্বজনের উপস্থিতিতে সম্পন্ন হয় আকদের আনুষ্ঠানিকতা।