ধোনির কাছে এভাবে হারলেন কোহলি?
বিরাট কোহলির নেতৃত্বে এখনো বড় কোনো শিরোপা জেতেনি ভারত। আইপিএলেও তাঁর নেতৃত্বে এখনও চূড়ান্ত সাফল্য পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে ক্যারিয়ারের একেবারে শেষপ্রান্তে দাঁড়িয়ে থাকা ধোনির নেতৃত্বে ৫০ ওভার ও টি-টোয়েন্টি বিশ্বকাপসহ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতে নিয়েছে ভারত। আইপিএলে ধোনির দল চেন্নাই সুপার কিংস টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। শনিবার রাতে আইপিএলের দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল দুজনের দল। ভারতীয় ক্রিকেটের দুই সুপারস্টারের মুখোমুখি হওয়া ম্যাচে কোহলির বেঙ্গালুরুকে মাত্র ৭০ রানে অলআউট করে সাত উইকেটের লজ্জাজনক পরাজয়ে বাধ্য করেছে ধোনির চেন্নাই।
চেন্নাইর চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন চেন্নাইর অধিনায়ক ধোনি। অভিজ্ঞ হরভজন সিংকে শুরুতেই বল তুলে দেন তিনি। ইনিংসের চতুর্থ ওভারে বেঙ্গালুরুর হয়ে ওপেনিংয়ে নামা কোহলিকে আউট করে আস্থার প্রতিদান দেন হরভজন। এরপর চেন্নাইর স্পিনার-ত্রয় হরভজন, ইমরান তাহির ও রবীন্দ্র জাদেজার তোপে পড়ে ১৭.১ ওভারে মাত্র ৭০ রানে অলআউট হয় বেঙ্গালুরু। দলের একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুই অংকের ঘরে পৌঁছানো ওপেনার পার্থিভ প্যাটেল সর্বোচ্চ ২৯ রান করেন। হরভজন ও ইমরান তাহির তিনটি করে ও রবীন্দ্র জাদেজা দুটি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে চেন্নাইর ওপেনার শেন ওয়াটসন ব্যক্তিগত শূন্য রান করে আউট হন। তবে দেখেশুনে খেলে ১৭.৪ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৭১ রান তুলে ফেলে দলের ব্যাটসম্যানরা।
অভিজ্ঞ ধোনির বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বে দুর্দান্ত জয় দিয়ে এবারের আইপিএলের মিশন শুরু করল চেন্নাই সুপার কিংস। অন্যদিকে, লজ্জার পরাজয় দিয়ে শুরু করল কোহলির বেঙ্গালুরু। দুর্দান্ত বোলিং করে ম্যাচসেরা খেলোয়াড় হন চেন্নাইর স্পিনার হরভজন সিং।