আজ ঘরের শত্রু সাকিবের মুখোমুখি কোলকাতা!

Looks like you've blocked notifications!

ছয়টি মৌসুম টানা খেলেছেন কোলকাতা নাইট রাইডার্সের হয়ে। আইপিএল ক্যারিয়ার শুরুই হয়েছিল কোলকাতার হয়ে মাঠে নেমে। ছয়টি আসরে কোলকাতার হয়ে ব্যাটে-বলে অলরাউন্ড নৈপুণ্য দেখান বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। কিন্তু গত মৌসুমে অজানা কারণে সাকিবকে ছেড়ে দেয় বলিউড সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন দলটি। ফলাফলটাও পেয়ে যায় হাতেনাতে। কোলকাতা শিবিরের অবহেলার জবাবটা মাঠেই দুর্দান্তভাবে ফিরিয়ে দেন বিশ্বসেরা অলরাউন্ডার।               

সাকিবের নতুন দল সানরাইজার্স হায়দরাবাদ গত আসরে তিনবার কোলকাতার বিপক্ষে মাঠে নামে। এর মধ্যে প্লে-অফের গুরুত্বপূর্ণ ম্যাচটি সহ দুটি ম্যাচে জয় পায় সানরাইজার্স। ম্যাচ দুটিতে ব্যাট-বলে দুর্দান্ত পারফর্ম করেন সাকিব। দুটি ম্যাচে ব্যাট হাতে ২৭ ও ২৮ রানের কার্যকর ইনিংস খেলার পাশাপাশি দারুণ হিসেবি বোলিংয়ে নেন তিনটি উইকেট। এমন নজরকাড়া পারফরম্যান্সের পর কোলকাতা শিবির ও দলটির ভক্ত-সমর্থরা সাকিবের মতো অলরাউন্ডারকে ছেড়ে দেওয়ার বিষয়ে প্রশ্ন তোলেন।

আজ রোববার পরস্পরের মুখোমুখি হয়ে আইপিএলের এবারের আসর শুরু করছে সানরাইজার্স হায়দরাবাদ ও কোলকাতা নাইট রাইডার্স। আরও একবার কোলকাতার চেনা মাঠ ইডেন গার্ডেনসে ফিরছেন সাকিব আল হাসান। তবে ছয় আসর নাইটদের হয়ে খেলে ঘরের ছেলে বনে যাওয়া সাকিব নয়, প্রতিপক্ষের অন্যতম সেরা অলরাউন্ডার হয়ে। সাকিবকে তাই ঘরের শত্রু বিবেচনা করে মাঠে একবিন্দু ছাড় দিতে চাইবেনা কোলকাতা শিবির। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে হলে সানরাইজার্সের যে কয়টি অস্ত্রকে ভোঁতা করে রাখতেই হবে, নাইটদের চোখে সাকিব তেমনই একজন।

বাংলাদেশ সময় আজ বিকেল সাড়ে ৪টায় ইডেন গার্ডেনসে মুখোমুখি হবে দুই দল।