বিশ্বকাপ নিয়ে মাশরাফির ভাবনা
দুয়ারে বিশ্বকাপ। আগামী মে-জুনে বসছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট আসর। ইংল্যান্ডে অনুষ্ঠেয় এই আসরের বাংলাদেশ দল কেমন হবে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন তাঁর ভাবনার কথা। রাজধানীতে এক অনুষ্ঠানে বিশ্বকাপ নিয়ে তাঁর বলা কথার কিছু অংশ তুলে ধরা হলো এনটিভি অনলাইনের পাঠকদের জন্য :
প্রশ্ন : বাংলাদেশ দলে এই মুহূর্তে কোন জায়গায় ঘটতি চোখে পড়ার মতো?
মাশরাফি : অনেক দিন ধরে মনে হচ্ছে আমাদের ফিনিশিংয়ে কিছুটা দুর্বলতা আছে। আসলে জুনিয়রদের দোষ দেওয়া ঠিক হবে না। গত দুই-তিন বছরে এমন অনেক ক্লোজ ম্যাচ আমরা হেরেছি। শুধু রান তাড়া করার সময় নয়, এমনকি প্রথমে ব্যাটিং করার সময়েও আমরা ভালো অবস্থান থেকে ভালো স্কোর দাঁড়া করাতে পারিনি। সুতরাং এই জায়গাতে আমাদের একটি সমস্যা আছে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এই জায়গাটি অনেক গুরুত্বপূর্ণ। এমন কিছু ম্যাচ আসবে যেগুলো এমন ক্লোজ হবে। এটি দলের জয় পরাজয়ের ক্ষেত্রে ভূমিকা রাখে। এটি নিয়ে আমরা অবশ্যই উদ্বিগ্ন। তবে আমার বিশ্বাস ভুলগুলো হয়তো দ্রুত শুধরাতে পারব।
প্রশ্ন : ঢাকা লিগের পারফরম্যান্স বিশ্বকাপে কোনো প্রভবে ফেলবে কি?
মাশরাফি : আসলে ঢাকা লিগ নিয়ে তেমন একটা কনসার্ন নই। কারণ এখানে আমি দেখেছি যে, অনেকে ১০০ হাঁকিয়েও আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে ‘স্ট্রাগল’ করেছে। আবার এখানে অনেক উইকেট পেয়েও আন্তর্জাতিক ম্যাচে ভালো করতে পারছে না। তাই আমার কাছে মনে হয় মানসিকতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানসিকভাবে প্রস্তুত কি না এবং এটার সাথে সে খেলায় নির্দিষ্টভাবে কী করছে সেটা গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় বিশ্বকাপ মানসিক দৃঢ়তা খুবই গুরুত্বপূর্ণ।
প্রশ্ন : বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে কী বলবেন?
মাশরাফি : আমি দল নির্বাচনের পার্টে নই। দল নির্বাচন আমার হাতে নেই। কিন্তু যে ১৫ জনই আসুক না কেন তারা পারফর্ম করে আসছে কি না, সেটি বিষয় নয়। আমাদের মূল ফোকাস থাকবে আয়ারল্যান্ড সিরিজ এবং বিশ্বকাপে আমরা দল হিসেবে কেমন করছি সেটা। আমি আগের পরের কথা টেনে এনে বলছি, এখানে অনেক উইকেট পেয়েও আন্তর্জাতিক ক্রিকেটে আমরা স্ট্রাগল করেছি এবং আমার মতো সিনিয়র ক্রিকেটার বা অন্য যারা আছে তাঁরাও করেছে। আবার এখানে খারাপ করেও দেখা গেছে ওখানে গিয়ে আমরা ভালো করেছি। আকাশ আর পাতাল ব্যবধান দুটি জায়গার মধ্যে। এই কারণে আমি বলছি যে মানসিক দিক থেকে কে তৈরি থাকবে ওপর অনেক কিছু নির্ভর করবে। যারা রান করছে বা ভালো করছে সেটি নির্বাচক প্যানেল ঠিক করবে কারা যাবে আর কারা যাবে না।