জেসুসের জোড়া গোলে ব্রাজিলের দারুণ জয়

Looks like you've blocked notifications!

আগের ম্যাচে পানামার সঙ্গে হোঁচট খেয়েছিল ব্রাজিল। গতকাল মঙ্গলবার চেক রিপাবলিকের বিপক্ষেও প্রথমে গোল খেয়ে বসে তারা। তাই আবার হোঁচট খাওয়ার শঙ্কা দেখা দিলেও শেষ পর্যন্ত গাব্রিয়েল জেসুসের জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তিতের দল।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে স্বস্তির জয় পায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

খেলায় প্রথম থেকে ব্রাজিল বল দখলে এগিয়ে থাকলেও চেক রিপাবলিকের আক্রমণভাগ বেশ কয়েকটি ভালো সুযোগ পায়। তবে প্রথম দিকে দুটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেও ৩৭তম মিনিটে গোল হজম করে ব্রাজিল।

১-০ গোলে পিছিয়ে থাকা ব্রাজিলকে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরান রবার্তো ফিরমিনো। তবে সমতায় ফেরা ব্রাজিলকে এগিয়ে যেতে অপেক্ষা করতে হয় ৮৩ মিনিট পর্যন্ত।

ফিলিপো কৌতিনহোর বদলি হিসেবে মাঠে নামা জেসুসের পা থেকে এ গোলটি আসার পর খেলার ৯০তম মিনিটে আবারও গোল করে ব্যবধান বাড়িয়ে অবশেষে জয় নিশ্চিত করে ব্রাজিল।

এর আগে গত শনিবার পানামার সাথে ১-১ গোলে ড্র করে তারা। তবে ওই ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে গেলেও ব্যবধান বাড়াতে ব্যর্থ হওয়া ব্রাজিল গোল হজম করলে হোঁচট খায় তারা।