ক্যানসারের কাছে হার মানলেন অস্ট্রেলীয় স্পিনার ইয়ার্ডলি
ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ করে অবশেষে হার মানলেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার, কোচ ও ধারাভাষ্যকার ব্রুস ইয়ার্ডলি। ৭১ বছর বয়সে নর্থ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কুনুরা ডিসট্রিক্ট হাসপাতালে মারা যান তিনি।
১৯৭৮ সালে ভারতের বিপক্ষে অ্যাডিলেডে টেস্টে অভিষেক হয় ইয়ার্ডলির। ৩৩টি টেস্ট খেলে ১২৬টি উইকেট শিকার করেন তিনি। এ ছাড়া সাত ওয়ানডেতে সাতটি উইকেটও নিয়েছেন এই স্পিনার।
জাতীয় দলের জার্সি গায়ে খুব বেশি খেলতে না পারলেও প্রথম শ্রেণির ক্রিকেটে ইয়ার্ডলি ছিলেন বেশ সফল ও অভিজ্ঞ। ১০৫টি ম্যাচে ২৮.১৯ গড়ে ৩৪৪টি উইকেট নেন তিনি।
খেলোয়াড়ি জীবন শেষে পার্থের ক্লাব মিডল্যান্ড গিল্ডফোর্ডের কোচিংয়ের দায়িত্ব পালন করেন ইয়ার্ডলি। এরপর ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন।