আইপিএল থেকে নাম সরিয়ে নিলেন উইলি
চোটের কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে একের পর এক নাম সরিয়ে নিচ্ছেন বিদেশি ক্রিকেটাররা। সেই তালিকায় যোগ হলেন ইংলিশ তারকা ডেভিড উইলি। অবশ্য উইলির সরে দাঁড়ানোর কারণ চোট নয়। পারিবারিক কারণে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নিলেন ইংলিশ এই অলরাউন্ডার।
গত আসরের মতো এবারও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার কথা ছিল উইলির। কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে পৃথিবীর আলো দেখবে তাঁর দ্বিতীয় সন্তান। সে কারণে আগেই চেন্নাই কৃর্তপক্ষের কাছে অনুমতি চেয়ে নিয়েছেন উইলি। তবে শেষের দিকে টুর্নামেন্টে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ইংল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতির কারণে সেটাও আর হচ্ছে না ।
আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হবে ইংল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতি। সন্তান জন্মের পর জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিবেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার।
আইপিএল থেকে সরে দাঁড়ানোর কারণ জানিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলকে উইলি বলেন, ‘এই সিদ্ধান্তটি নেওয়া সহজ ছিল না। তবুও পরিবারের জন্য এটাই সঠিক সিদ্ধান্ত। আমার দ্বিতীয় সন্তান আসতে চলেছে। তবে জন্মের দিনক্ষণ পিছিয়ে গেছে। এই মুহূর্তে আমার স্ত্রীর পাশে থাকতে হবে ।’
বিষয়টিতে চেন্নাই সুপার কিংস তাঁকে সমর্থন দিয়েছে জানিয়ে উইলি উল্লেখ করেন,‘ পারিবারিক কারণে আইপিএল থেকে আমি নাম সরিয়ে নিয়েছি। চেন্নাই কৃর্তপক্ষ বিষয়টি বুঝতে পেরেছে এবং আমাকে সমর্থন দিয়েছে।’