রিয়াল মাদ্রিদের নাটকীয় জয়

স্প্যানিশ লা লিগায় এমনিতেই বিব্রতকর অবস্থায় রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে যোজন যোজন ব্যবধানে পিছিয়ে আছে তারা। এমনকি নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের চেয়েও পিছিয়ে থেকে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে স্প্যানিশ জায়ান্টরা। তবে একটা পরিবর্তন এর মধ্যে ঘটে গেছে। সান্তিয়াগো সোলারিকে বরখাস্ত করে পুনরায় কোচের দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে জিনেদিন জিদানকে। এর পর থেকেই নতুন করে ঘুরে দাঁড়ানোর শুরু মাদ্রিদের। রোববার রাতে পয়েন্ট তালিকার নিচের সারির দল হুয়েস্কার বিপক্ষে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জিদানের শিষ্যরা।
রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে নাটকীয় ম্যাচের একেবারে শেষ মুহূর্তের গোলে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত হয় মাদ্রিদের। দলের এমন অভাবনীয় জয়ের নায়ক ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। এদিন ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে হুয়েস্কার রক্ষণকে ব্যতিব্যস্ত করে রাখে রিয়ালের আক্রমণভাগ। যদিও রিয়ালের সমর্থকদের স্তব্ধ করে দিয়ে ম্যাচের তিন মিনিটেই গোল করে প্রতিপক্ষ দলটি। কলম্বিয়ান ফরোয়ার্ড কুচো হার্নান্দেস গোল করে ১-০ গোলে এগিয়ে দেন হুয়েস্কাকে।
তবে সমতা ফেরাতে বেশিক্ষণ সময় নেয়নি রিয়াল। ম্যাচের ২৫ মিনিটে দলের পক্ষে প্রথম গোলটি করেন ইসকো। তরুণ ফরোয়ার্ড ব্রাহাম ডিয়াজের পাসে বল পেয়ে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে সহজেই ম্যাচে সমতা ফেরান স্প্যানিশ মিডফিল্ডার।
ম্যাচের প্রথমার্ধ ১-১ সমতাতেই শেষ হয়। দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ৬২ মিনিটে গ্যারেথ বেলের ক্রস থেকে হেড করে গোলমুখে বল বাড়ান বেনজেমা। আলতো টোকায় বল জালে জড়ান রিয়েলের রক্ষণভাগের খেলোয়াড় সেবায়োস। ম্যাচে ২-১ গোলে এগিয়ে যায় স্পেনের সফলতম ক্লাবটি।
তবে ম্যাচে দ্বিতীয়বারের মতো রিয়ালকে চমকে দিতে একদমই সময় নেয়নি হুয়েস্কা। মাত্র ১২ মিনিট পর ম্যাচের ৭৪ মিনিটে মিডফিল্ডার মোই গোমেজের ক্রস থেকে দুর্দান্ত হেডে স্কোরলাইন ২-২ করেন স্প্যানিশ ডিফেন্ডার হ্যাভিয়ের। এরপর বাদবাকি সময়ের গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছিল অমীমাংসিতভাবেই শেষ হবে ম্যাচটা। কিন্তু ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক এক মিনিট আগে রিয়াল সমর্থকদের আনন্দের বন্যায় ভাসান করিম বেনজেমা। ব্রাজিলিয়ান উইঙ্গার মার্সেলোর পাস থেকে দারুণ এক বাঁকানো শটে গোল করে ৩-২ গোলে দলের নাটকীয় জয় নিশ্চিত করেন ফরাসি তারকা।
এই জয়ে ২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২১ জয় ও ৬ ড্রতে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬৯। আর দ্বিতীয় অবস্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের ঝুলিতে রয়েছে ৫৯ পয়েন্ট।