খেলাঘরকে নিয়ে আবাহনীর ছেলেখেলা

ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে খেলাঘর স্পোর্টিং ক্লাবকে নিয়ে রীতিমতো ছেলেখেলা খেলল আবাহনী লিমিটেড। আজ সাভারের বিকেএসপি মাঠে খেলাঘরের বিপক্ষে ১৩২ রানের অনায়াস জয় পেয়েছে আবাহনী। প্রথমে ব্যাট করে ২৬২ রানে অলআউট হয়ে যায় আবাহনী। এরপর বোলিংয়ে দুই বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম ও নাজমুল ইসলামের সঙ্গে ডানহাতি মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ৩২.৫ ওভারে মাত্র ১৩০ রানে খেলাঘরকে গুটিয়ে দেয় ধানমণ্ডির দলটি। এই নিয়ে আট ম্যাচে সপ্তম জয় পেল আবাহনী ।
বিকেএসপির চার নম্বর মাঠে সোমবার টস হেরে প্রথমে ব্যাট করতে নামে আবাহনী। খেলাঘরের পেসার রবিউল হকের দুর্দান্ত বোলিংয়ে দলীয় ৫৭ রানের মধ্যেই দুই ওপেনার জহুরুল ও সৌম্য সরকারের উইকেট হারায় আবাহনী। তৃতীয় উইকেট জুটিতে ৯৩ রান তুলে শুরুর ধাক্কা সামলে দেন নাজমুল হোসেন শান্ত ও সাব্বির রহমান। অর্ধশতক থেকে এক রান দূরে থাকতে ৪৯ বলে সাতটি চারে ৪৯ রান করা সাব্বিরকে আউট করে জুটি ভাঙেন রবিউল। এরপর স্কোরবোর্ডে ২৩ রান যোগ করতেই অফফর্মে থাকা অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের পাশাপাশি ইনিংস সর্বোচ্চ ৬০ রান করা শান্তও বিদায় নেন।
এরপর চাপে পড়ে যাওয়া আবাহনীকে পথ দেখান মিরাজ। ডানহাতি এই অলরাউন্ডার ৫৪ বলে দুই চার ও এক ছক্কায় খেলেন ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। দলীয় ২৫১ রানে মিরাজকে আউট করে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট নেন রবিউল। শেষ পর্যন্ত ইনিংসের আট বল বাকি থাকতেই ২৬২ রানে অলআউট হয় মোসাদ্দেকের দল। তরুণ পেসার রবিউল ৬৪ রানে নেন পাঁচ উইকেট। আরেক পেসার ইফরান হোসেন ৪২ রান দিয়ে নেন তিনটি উইকেট।
রান তাড়া করতে নেমে তৃতীয় ওভারেই রবিউল ইসলাম রবির উইকেট খোয়ায় খেলাঘর। দ্বিতীয় উইকেট জুটিতে মাহিদুল ইসলামের সঙ্গে শাহরিয়ার কমল গড়েন ৫৩ রানের জুটি। মাত্র নয় বলের মধ্যে দুজনকেই বিদায় করেন সানজামুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
পঞ্চম উইকেটে নাজিম উদ্দিনের সঙ্গে ৪৬ রানের জুটি গড়েন মোসাদ্দেক ইফতেখার। এই জুটিও ভাঙেন সানজামুল। এরপর বলার মতো আর কোনো জুটিই গড়তে পারেনি খেলাঘর। আবাহনীর স্পিনারদের তাণ্ডবে মাত্র ১২ রানে শেষ ছয় উইকেট হারায় খেলাঘর। ইনিংসের সর্বোচ্চ ৩৬ রানে অপরাজিত থাকেন ইফতেখার।
বোলিংয়ে ৩৬ রান খরচায় চার উইকেট শিকার করে সফলতম আবাহনীর বাঁহাতি স্পিনার সানজামুল। নাজমুল ইসলাম ও মিরাজ নেন দুটি করে উইকেট। তবে দায়িত্বশীল ব্যাটিংয়ে ফিফটি করা বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান শান্ত জেতেন ম্যাচ সেরার পুরস্কার। অষ্টম রাউন্ড শেষে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এখন সবার উপরে আছে আবাহনী।