পিয়ানো-বাদক হবেন সাকিবের মেয়ে?

বিখ্যাত বাবার সন্তান বলে কথা। মা-ও টুকটাক মডেলিং করেন এবং তারকা স্বামীর বদৌলতে যথেষ্ট পরিচিত। পরিচিতিতে পিছিয়ে নেই তিন বছর বয়সী শিশুটিও। কিছুদিন আগেই আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে খেলতে যাওয়া বাবাকে সামাজিক যোগাযোগের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভাইরাল হয়েছিল ছোট্ট অব্রি। এবার নতুন করে আলোচনায় এলো খুদে প্রিন্সেস। বলা হচ্ছে, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির দম্পতির একমাত্র কন্যা আলাইনা হাসান অব্রির কথা। সাকিব-কন্যার পিয়ানো বাজানোর একটি ছবি আজ মঙ্গলবার নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আইপিএল খেলার জন্য এখন ভারতে অবস্থান করছেন সাকিব। ক্রিকেটের কারণে প্রায়ই দেশের বাইরে থাকতে হয় তাঁকে। সময়টা তাই মা শিশিরের সঙ্গেই কাটে সাকিব-কন্যার। মঙ্গলবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেছেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। ছবিতে দেখা যায়, গভীর মনোযোগের সঙ্গে পিয়ানো বাজাচ্ছে তাদের একমাত্র মেয়ে অব্রি। ফেসবুকে পোস্ট করা ছবির ক্যাপশনে সাকিবপত্নী লিখেন, ‘প্রথম পাঠ। খুদে পিয়ানো বাদক।’
ছবিটি প্রকাশের পরই ক্রিকেটার বাবার সন্তান অব্রির পিয়ানো বাদক হওয়ার বিষয়ে তুমুল আগ্রহ সৃষ্টি হয়। যদিও বাবার মতো অলরাউন্ডিং প্রতিভার কিছু ঝলক আগেও দেখিয়েছে অব্রি। কিছুদিন আগে সামাজিক যোগাযোগের মাধ্যমে বাবা সাকিব আল হাসানের সহায়তায় সাইকেল চালাতে ও ফুটবল নিয়ে কারিকুরি করতে দেখা গেছে তাঁকে।