নেইমারের চার গোলে দারুণ জয় বার্সার
ইনজুরির কারণে মাঠে নামতে পারছেন না আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে শনিবার লা লিগার ম্যাচে দলের প্রধান এই তারকার অনুপস্থিতি টেরই পেতে দেননি নেইমার। চারটি গোল করে বার্সেলোনাকে এনে দিয়েছেন দারুণ এক জয়। রায়ো ভায়োকানোকে ৫-২ গোলে হারিয়ে বার্সাও চলে গেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। বার্সার পক্ষে অপর গোলটি করেছেন দলের আরেক তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ।
লা লিগার অপর ম্যাচে জয় পেয়েছে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও। লেভান্তেকে ৩-০ গোলে হারিয়ে অল্প সময়ের জন্য হলেও পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে রিয়াল। লা লিগার আট ম্যাচ শেষে বার্সা-রিয়াল, দুই দলেরই পয়েন্ট ১৮। তবে গোল ব্যবধানে বার্সার চেয়ে এগিয়ে আছে রিয়াল। রোববার এবারের মৌসুমের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা ভিয়ারিয়াল ও সেল্তা ভিগো। সাত ম্যাচ শেষে ভিয়ারিয়াল ও সেল্তার ঘরে জমা হয়েছে ১৬ ও ১৫ পয়েন্ট। ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে শিরোপার আরেক প্রধান দাবিদার আতলেতিকো মাদ্রিদ। রোববার তারা খেলবে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।
বড় ব্যবধানের জয় পেলেও নিজেদের মাঠে শুরুতেই পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। ১৫ মিনিটের মাথায় গোল করেছিলেন রায়োর ফরোয়ার্ড জাভি গুয়েরা। তবে এর পর প্রতিপক্ষকে আর কোনো সুযোগ দেননি নেইমার। ২২ ও ৩২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে দুটি গোল করে বার্সাকে এগিয়ে দেন ২-১ গোলে। দ্বিতীয়ার্ধে আবার প্রবল বিক্রমে ঝাঁপিয়ে পড়েন প্রতিপক্ষের রক্ষণভাগে। ৬৯ ও ৭০ মিনিটে আরো দুটি গোল করে নিশ্চিত করে ফেলেন দলের বড় জয়। তবে বার্সার গোলক্ষুধা তখনো মেটেনি। ৭৭ মিনিটে দলের পক্ষে পঞ্চম গোলটি করেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার সুয়ারেজ। ৮৬ মিনিটে রায়োর পক্ষে একটি সান্ত্বনাসূচক গোল করতে পেরেছেন জোজাবেদ।