ইংলিশ রেফারির বিরল রেকর্ড!

Looks like you've blocked notifications!

ইংলিশ প্রিমিয়ার লিগে এক বিরল রেকর্ড গড়েছেন ইংলিশ রেফারি মাইক ডিন। প্রথম রেফারি হিসেবে প্রিমিয়ার লিগে শততম লাল কার্ড দেখিয়েছেন। ২০০০ সালে সর্বোচ্চ লিগে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন ডিন।

গত মঙ্গলবার ম্যানচেস্টার ইউনাইটেড ও ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মধ্যকার ম্যাচে ডিফেন্ডার অ্যাশলে ইয়ংকে ৫৭ মিনিটে ডিন লাল কার্ড দেখান। অবশ্য ইউনাইটেডের হয়ে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ার কারণে ইয়ং লাল কার্ড পান।

৫০ বছর বয়সী ডিন প্রিমিয়ার লিগে লাল কার্ডের জন্য আগে থেকেই পরিচিত ছিলেন। এই তালিকায় ৬৭টি লাল কার্ড দেখিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ফিল ডাউডস।

২০০১ সালে এপ্রিলে হ্যান্ডবল করার কারণে নিউক্যাসেল ইউনাইটেডের নোলবার্তো সোলানোকে ক্যারিয়ারের প্রথম লাল কার্ড দেখিয়েছিলেন ডিন। চলতি মৌসুমে এটি তাঁর দশম লাল কার্ড প্রদর্শন।