দুই মাস পর বল হাতে তাসকিন

চোট কাটিয়ে মাঠে ফিরছেন তাসকিন আহমেদ। গত সপ্তাহে রানিং শুরু করেছিলেন। ফেরার লড়াইয়ে আজ বৃহস্পতিবার থেকে বোলিংও করছেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগের সুপার রাউন্ড দিয়ে মাঠে ফেরার ইচ্ছা এই তারকা পেসারের।
চোট সমস্যায় জাতীয় দল থেকে ছিটকে যাওয়া তাসকিন বিশ্বকাপ দিয়ে ফিরতে মরিয়া। চলতি মাসের মাঝামাঝিতে ঘোষণা হতে পারে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড। তার আগেই নিজেকে ফিট করে তুলতে চান তিনি।
ইনজুরিতে পড়ার ৩৪দিন পর বৃহস্পতিবার বল হাতে নিলেন তাসকিন। বল হাতে ফেরার দিনে বোলিং করেছেন পাঁচ ওভার। যদিও ছোট রানআপ নিয়ে করা বোলিংয়ে তেমন গতি ছিল না। তবে ধীরে ধীরে গতি বাড়িয়ে আবারও ছন্দে ফিরতে চান তাসকিন।
প্রথম দিন বোলিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাসকিন বলেন, ‘প্রথমদিন বোলিং করে খুব ভালো লাগছে। প্রায় সোয়া দুই মাস পরে বল হাতে ফিরলাম আজ। নিয়মিত ফিটনেস টেস্ট হচ্ছে। সবগুলো ফিটনেস টেস্টে উন্নীত হয়েই বোলিং শুরু করেছি। আমাকে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। যদি ফিটনেস টেস্টগুলোর মধ্য দিয়ে যেতে না হতো তাহলে আরও আগেই বোলিং শুরু করতে পারতাম। ফিটনেস টেস্টে পাশ করেছি এখন বোলিংও শুরু করলাম। ৩০টি বল করলাম শর্ট রানআপে। আল্লাহ চাইলে গতি সামনে আরো বাড়তে থাকবে। একদিন পর পর বোলিং করতে হবে।’
ডিপিএলের সুপার রাউন্ডে ফেরার ইচ্ছে নিয়ে তাসকিন বলেন, ‘আশা করছি সুপার লিগ থেকে খেলব। কতটুকু উন্নতি হচ্ছে সেটার ওপর নির্ভর করে কোন ম্যাচ থেকে খেলব। আমি বিশ্বাস করি, আল্লাহ যা করে ভালোর জন্য করে।’