বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের আফগানিস্তান দল
আগেরদিনই আফগানিস্তান জাতীয় দলের নেতৃত্ব বদল করে চমকে দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। নিয়মিত অধিনায়ক আসগর আফগানকে সরিয়ে তিন বিভাগে তিনজন নতুন অধিনায়ক নির্বাচিত করে তারা। এর রেশ কাটতে না কাটতেই আসন্ন বিশ্বকাপের ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
দল ঘোষণা করেই বিশ্বকাপের প্রস্তুতি নিতে দক্ষিণ আফ্রিকায় উদ্দেশে রওনা দেয় আফগান দল। সেখানে ছয়টি অনুশীলন ম্যাচে অংশ নিয়ে দেশে ফেরার পর বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ঘোষণা করবে তারা।
দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক দৌলত আহমাদজাই এক বিবৃতিতে বলেন, ‘গত চার বছর আফগানিস্তান দলকে নেতৃত্ব দেয়া আসগর অনেক কিছু অর্জন করেছেন, দেশকে গর্বিত করেছেন। আমি আশা করছি গুলবাদিন একই ধারা অব্যাহত রাখবেন।’
বিশ্বকাপের আগে দুটি করে ওয়ানডে খেলার জন্য আগামী মে মাসে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড সফর করবে আফগানিস্তান। ১ জুন ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার আগে পাকিস্তান এবং ইংল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে আফগানরা।
২৩ সদস্যের দল : গুলবাদিন নাইব (অধিনায়ক), রশিদ খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ. নুর আলী জাদরান, হযরতউল্লাহ জাজাই, উসমান ঘানি, আসগর আফগান, হাশমতউল্লাহ শাহিদি, রহমত শাহ, মোহাম্মদ নবী, নজিব জাদরান, দারউইশ রাসুলি, মুজিব উর রহমান, শফিকউল্লাহ শাফাক, দৌলত জাদরান, আফতাব আলম, শাপুর জাদরান, হামিদ হাসান, করিম জানাত, কাইস আহমেদ, শরাফুদ্দিন আশরাফ, সাইয়েদ শিরজাদ, সামিউল্লাহ সিনওয়ারি।