আবাহনীকে উড়িয়ে শীর্ষে রূপগঞ্জ
দুই শীর্ষ দল লিজেন্ডস অব রূপগঞ্জ ও আবাহনী লিমিটেডের লড়াই। ঢাকা প্রিমিয়ার লিগের এই ম্যাচটির দিকে দশর্কদের আগ্রহটাও একটু বেশিই ছিল। আর এই ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে রূপগঞ্জ। ছয় উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নীল-আকাশি শিবিরকে।
এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেছে রূপগঞ্জ। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে তারা। তারা হেরেছে মাত্র একটি ম্যাচ, বাকি সবকটিতেই জিতেছে। আর আট জয়, দুই হারে ১৬ পয়েন্ট নিয়ে তাদেরই পরে রয়েছে আবাহনী।
আজ রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে আবাহনী। দিনের প্রথম বলেই ওপেনার জহিরুল ইসলামের উইকেট হারিয়ে বসে। সে ধারাবাহিকতায় মাত্র ২৯ রানের পাঁচ উইকেট হারিয়ে ফেলে তারা। এই অবস্থা থেকে কাটিয়ে উঠতে না পারায় মাত্র ১২২ রানেই ইনিংস গুটিয়ে নেয় আবাহনী।
দলের এই বিপর্যয়ে ব্যাট হাতে দারুণ দৃঢ়তা দেখান আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ৮৮ বলে ৪০ রানের হার-না-মানা ইনিংস খেলেও দলের বিপর্যয় এড়াতে পারেননি। অন্যরা যখন আসা-যাওয়ায় ব্যস্ত, তিনি তখন একপাশ আগলে রেখেছেন। দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ মোহাম্মদ মিঠুনের, ৫৫ বলে ৩৮ রান করেন তিনি। এ ছাড়া আর কেউই খুব একটা ভালো করতে পারেননি।
জাতীয় দলের বাইরে থাকা পেসার শুভাশীষ রায় ৩৭ রানে তিনটি, মোহাম্মদ শহীদ ১১ এবং নাবিল সামাদ ১৫ রানে দুটি করে উইকেট নিয়ে আবাহনী ব্যাটসম্যানদের বড় সংগ্রহের বাধা হয়ে দাঁড়ান।
ছোট লক্ষ্য, তাই জয়ে পৌঁছাতে রূপগঞ্জকে খুব একটা বেগ পেতে হয়নি। মাত্র ২৬.৫ ওভারে চার উইকেট হারিয়ে জয়ের উল্লাস করে তারা। ওপেনার মেহেদী মারুফ সর্বোচ্চ ৮৫ বলে ৫৯ রান করেন।
বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হন রূপগঞ্জ পেসার শুভাশীষ রায়।