যে রেকর্ড গড়লেন পোলিশ তারকা
জার্মান লিগে দারুণ একটি রেকর্ড গড়েছেন বায়ার্ন মিউনিখের তারকা ফরোয়ার্ড রবার্ট লিওয়ানদোস্কি। বুন্দেসলিগার ইতিহাসে পঞ্চম খেলোয়াড় হিসেবে ২০০তম গোল করার কীর্তি গড়েলেন তিনি। গত শনিবার রাতে সাবেক ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েন পোলিশ তারকা। ম্যাচে বায়ার্ন ৫-০ গোলে বরুসিয়াকে বিধ্বস্ত করেছে।
ডর্টমুন্ট গোলরক্ষক রোমান বুয়েরকিকে ফাঁকি দিয়ে ১৭ মিনিটে বায়ার্নের হয়ে দ্বিতীয় গোলটি করে লিওয়ানোদোস্কি দুই শতাধিক গোলের মাইলফলক স্পর্শ করেন। এরপর ৮৯ মিনিটে আরো একটি গোল করে বুন্দেসলিগায় নিজের গোলসংখ্যা ২০১ উন্নীত করেছেন।
নিজের সাফল্যে উচ্ছ্বসিত লিওয়ানদোস্কি বলেন, ‘কখনই চিন্তা করিনি বুন্দেসলিগায় এতগুলো গোল করতে পারব। এখনো আমার প্রথম গোলটির কথা স্পষ্ট মনে আছে।’
২০১০ সালে শালকের বিপক্ষে ডর্টমুন্ডের হয়ে বুন্দেসলিগায় প্রথম গোলটি করেছিলেন লিও। নতুন মাইলফলক স্পর্শ করে জার্মান লিগে পঞ্চম খেলোয়াড় হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন পোলিশ এই তারকা ফরোয়ার্ড। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন বায়ার্নের সাবেক কোচ জুপ হেইঙ্কেস। তাঁর চেয়ে মাত্র ১৯ গোল দূরে রয়েছেন লিও।