নির্বাচকদের সঙ্গে কী নিয়ে বৈঠকে মাশরাফি?

ঘনিয়ে আসছে বিশ্বকাপের দিনক্ষণ। আগামী ২০ এপ্রিল শুরু হবে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প। কয়েক দিনের মধ্যে দল ঘোষণা হবে। তাই শেষ মুহূর্তে দল গঠন নিয়ে চলছে শলা-পরামর্শ। আজ রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী-রূপগঞ্জ ম্যাচ শেষে নির্বাচক কমিটির দুই সদস্য মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশারকে আবাহনীর ড্রেসিং রুমে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায়। তাদের সঙ্গে বৈঠকে ছিলেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন ও বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও।
কিন্তু নির্বাচকদের সঙ্গে দীর্ঘ সময় কী নিয়ে বৈঠকে ছিলেন অধিনায়ক মাশরাফি? আলোচনা শেষে সেই উত্তর দিলেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। মূলত মাশরাফির সঙ্গে জাতীয় দলের ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে আলাপ-আলোচনা করতেই আবাহনীর ড্রেসিং রুমে এসেছিলেন নির্বাচকরা।
নিজেদের আলোচনা শেষে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘এমনি কথা হচ্ছিল, অধিনায়ক কী রকম দল দেখতে চান- এই ব্যাপারে। বিশেষ কিছু না আসলে। নান্নু ভাইরাও এসেছেন একই কারণে। জাতীয় দলের অনেক ক্রিকেটার পারফর্ম করছে না। ফর্মে নেই অনেকে। তবে জাতীয় দলে যারা খেলছে তাদের নিয়ে তো সন্দেহ নেই। তাদের অভিজ্ঞতা আছে বিদেশের মাটিতে খেলার এটাই অনেক। সেগুলো তো বিবেচনা হবেই। এসব নিয়েই আলোচনা হলো। কে কেমন করছে, এ ছাড়া আর কিছুই না।’
বিশ্বকাপে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা নিয়েও নানা কথা চলছে বিসিবিপাড়ায়। খালেদ মাহমুদ সুজনকে এরই মধ্যে ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে ম্যানেজারের দায়িত্ব পালন করতে বলা হয়েছে। ব্যক্তিগত সমস্যা না থাকলে ম্যানেজার হিসেবে বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন সাবেক এই অধিনায়ক।
দায়িত্ব নিয়ে সুজন বলেন, ‘আসলে এটা একটা চাকরির মতোই। আমি চার থেকে সাড়ে চার বছরের মতো ম্যানেজার ছিলাম। কিন্তু আমার ব্যক্তিগত কিছু সমস্যা আছে। যদি না থাকে তাহলে আমি যাব। তবে যদি না হয় তাহলে আমার জন্য কঠিন হবে। আমার কাজের কিছু ব্যস্ততা আছে। বাংলাদেশের জন্য খেলেছি, অধিনায়ক ছিলাম এক সময়, ম্যানেজার হিসেবে কাজ করেছি। এটা সম্মানের একটা ব্যাপার। কিন্তু আমার নিজেরও। ব্যক্তিগত ব্যাপারগুলো একটু গুরুত্বপূর্ণ।‘