বিদেশি ফুটবলারদের ভিড়ে মুখরিত চট্টগ্রাম
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট অংশ নিতে চট্টগ্রাম এসে পৌঁছেছে শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তানসহ ভারতের দুই বিখ্যাত ক্লাব ইস্টবেঙ্গল ও কলকাতা মোহামেডান।
রোববার দুপুরে ইস্টবেঙ্গল ও কলকাতা মোহামেডান এবং বিকেলে পাকিস্তানের করাচি ইলেকট্রনিক এসসি, শ্রীলঙ্কার সলিড এফসি ও আফগানিস্তানের দি স্পিঙ্গার বাজান ক্লাব চট্টগ্রামে এসে পৌঁছায়। শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দলগুলোকে স্বাগত জানান চট্টগ্রামের ক্রীড়া কর্মকর্তারা।
চট্টগ্রাম আবাহনীর আয়োজনে আগামী ২০ অক্টোর থেকে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট।
‘এ’ গ্রুপে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব, কলকাতা মোহামেডান, দি স্পিঙ্গার বাজান ও সলিড এফসির লড়াই হবে। ‘বি’ গ্রুপের চারটি দল ঢাকা আবাহনী লিমিটেড, ইস্ট বেঙ্গল, করাচি ইলেকট্রনিক এসসি ও চট্টগ্রাম আবাহনী ক্রীড়া চক্র।