ট্রাম্পকে গালাগাল করে জরিমানা গুনলেন ম্যারাডোনা

গত মাসের শেষদিকে মুখোমুখি হয়েছিল ম্যাক্সিকান ক্লাব দোরাদোস দে সিনালোয়া ও টেম্পিকো মাদেরা। সে ম্যাচে ৩-২ গোলে জেতে দোরাদোস। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে জয়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাক্যবাণে জর্জরিত করেন দলটির কোচ। পাশাপাশি জয়টা উৎসর্গ করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। ঘটনার জের হিসেবে শেষ পর্যন্ত দোরাদোসের কোচকে জরিমানা করেছে ম্যাক্সিকান ফুটবল ফেডারেশন। দলটির কোচের দায়িত্বে থাকা ব্যক্তিটি আর কেউ নন, আর্জেন্টাইন ফুটবল গ্রেট দিয়েগো ম্যারাডোনা।
সংবাদ সম্মেলনে ম্যারাডোনা বলেছিলেন, ‘এই জয় আমরা নিকোলাস মাদুরোকে উৎসর্গ করতে চাই। মার্কিনিরা হলো বিশ্বের সবচেয়ে বড় আইন প্রণেতা এবং তারা মনে করে, তারা আমাদের ধ্বংস করবে কারণ তাদের আছে বিশ্বের সবচেয়ে বড় বোমা।’
গতকাল সোমবার ম্যারাডোনাকে জরিমানার সিদ্ধান্ত নিয়েছে ম্যাক্সিকান ফুটবল ফেডারেশন। আনুষ্ঠানিক এক বিবৃতিতে দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, ফেডারেশনের নিয়ম ভঙ্গ করেছেন এই ফুটবল কিংবদন্তি। রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে ফেডারেশনের যে ধারা, সেটা ভঙ্গ করার কারণে এই জরিমানা গুনতে হবে দিয়েগোকে। তবে ম্যাক্সিকান দলটির কোচের দায়িত্বে থাকা দিয়েগোকে কত টাকা জরিমানা করা হয়েছে, বিবৃতিতে সেটা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।
সম্প্রতি ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের চরম অবনতি ঘটেছে। অর্থনৈতিকভাবে প্রচণ্ড চ্যালেঞ্জের মুখে পড়েছে লাটিন আমেরিকার দেশটি। এমন সময়ে ম্যাক্সিকান দল দোরাদোসের কোচের দায়িত্বে থাকা ম্যারাডোনা ট্যাম্পের সমালোচা করে বলেন, ‘তাদের অত্যাচারী প্রেসিডেন্ট আমাদের কিনতে পারবে না।’