নববর্ষে নতুন স্বপ্ন, সম্ভাবনার আশা ক্রিকেটারদেরও

Looks like you've blocked notifications!

বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ আজ। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বাংলা ১৪২৬ সালকে বরণ করে নেয় পুরো জাতি। উৎসবের দিনে ভক্তদের শুভেচ্ছা জানাতে ভোলেননি জাতীয় দলের ক্রিকেটাররাও।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলতে ভারতে থাকা সাকিব আল হাসান নিজের ফেসবুক পেজে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘নতুন স্বপ্ন, সম্ভাবনা এবং আশার উদ্দীপনা নিয়ে আসুক বাংলা নতুন বছরের আগমনী গান। সবাইকে জানাই আনন্দ উৎসবে ভরা বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ!’

চোট থেকে মাত্রই সেরে ওঠা জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘নতুন বছরের প্রতিটি দিন যেন হোক বর্ণিল, আনন্দময় এবং উচ্ছ্বাসে পরিপূর্ণ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।’

তারকা ব্যাটসম্যান সাব্বির রহমান নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘বাংলা নতুন বছরে সবাইকে শুভেচ্ছা। শুভ নববর্ষ।’

কাটার-মাস্টার মুস্তাফিজুর রহমানও ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন ফেসবুকের মাধ্যমে, ‘নতুন বছরের নতুন সূর্যের সঙ্গে ঘুচে যাক পুরোনো সব ব্যর্থতা। নতুন ভোর নিয়ে আসুক প্রশান্তি আর সাফল্যময় একটি বছর। সবাইকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ!’

সৌম্য সরকারও শুভেচ্ছা জনাতে ভোলেননি। তিনি নিজের ফেসবুকে লিখেছেন, ‘পুরোনো যত হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিসাৎ। সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা। শুভ পয়লা বৈশাখ ১৪২৬।’

এনামুল হক বিজয়ও নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন, ‘অতীতের সব গ্লানি মুছে, নতুনের মঙ্গলে সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর সকলের জন্য বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি আর পরম সমৃদ্ধি। শুভ নববর্ষ ১৪২৬ বঙ্গাব্দ।’