আবার পয়েন্ট হারাল জিদানের রিয়াল মাদ্রিদ
স্প্যানিশ লা লিগার এ মৌসুমের শিরোপা লড়াই থেকে আগেই ছিটকে গেছে রিয়াল মাদ্রিদ। মৌসুমজুড়ে ক্ষণে ক্ষণে ফর্ম আর ছন্দ হারানো দলটি সোমবার রাতে আবার পয়েন্ট খুইয়েছে। দুর্বল লেগানেসের বিপক্ষে ড্র করে কোনোমতে হার এড়িয়েছে জিনেদিন জিদানের দল। ম্যাচে পিছিয়ে পড়ার পর ফরাসি তারকা স্ট্রাইকার করিম বেনজেমার কল্যাণে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল।
লেগানেসের মাঠে ম্যাচের প্রথম শুরুর দিকে দুই দলই গোল করার মতো দুটো আক্রমণ করে। প্রথমার্ধের ১৫ মিনিটের মধ্যেই গোল পেতে পারত দুই দল। কিন্তু ফিনিশিংয়ের অদক্ষতায় জালের দেখা পায়নি কেউই। ম্যাচের ষষ্ঠ মিনিটে মার্কো অ্যাসেনসিওর দুর্বল শটের কারণে গোলবঞ্চিত হয় রিয়াল। নয় মিনিট পর লেগানেসের ডেনিশ মিডফিল্ডার মার্টিন ব্রাফেট ঠিকঠাক হেড করতে ব্যর্থ হন।
তবে বিরতির ঠিক আগমুহূর্তে এগিয়ে যায় লেগানেস। থ্রো থেকে উড়ে আসা বল রিয়ালের খেলোয়াড়রা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ফাঁকায় বল পেয়ে যান আর্জেন্টাইন ডিফেন্ডার সিলভা। বল পেয়ে প্রায় ১৯ গজ দূর থেকে জোরালো শটে দুর্দান্ত এক গোল করে স্বাগতিক দলকে ১-০ গোলে এগিয়ে দেন সিলভা। প্রথমার্ধের খেলা প্রায় সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৫১ মিনিটে দারুণ এক গোলে দলকে সমতায় ফেরান করিম বেনজেমা। লুকা মদ্রিচের পাস থেকে বল পেয়ে গোলে শট নেন বেনজেমা। লেগানেসের গোলরক্ষক ঝাঁপিয়ে পরে বল ঠেকিয়ে দিলেও ফিরতি বলে জোরালো শটে গোল করেন এই ফরাসি ফরোয়ার্ড। ম্যাচে ১-১ সমতা আসে।
সমতাসূচক গোল পেয়ে আক্রমণ অব্যাহত রাখে রিয়াল শিবির। কিন্তু কাঙ্ক্ষিত গোল পায়নি স্প্যানিশ জায়ান্টরা। অবশ্য ম্যাচের ৮৪ মিনিটে গোল প্রায় পেয়েই গিয়েছিল জিদানের দল। তবে মার্সেলোর বুলেট গতির শট দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন লেগানেসের গোলরক্ষক। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় মাদ্রিদকে।
৩২ ম্যাচ শেষে ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। শিরোপা দৌড়ে অনেকটা এগিয়ে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭৪।