আলোচনায় থাকা ইয়াসির-নাঈম আয়ারল্যান্ড সিরিজের দলে
সবার চোখ ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে। আজ দুপুরে বিশ্বকাপের বাংলাদেশ দল জানা যাবে, গতকাল এমন ঘোষণা আসার পরই দেশবাসী চূড়ান্ত অপেক্ষায় ছিল। অবশেষে অপেক্ষার অবসান হয়েছে আজ। ইংল্যান্ড বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। বিশ্বকাপ দলে না থাকলেও আয়ারল্যান্ড সিরিজের জন্য ১৫ জনের এই দলের সঙ্গে যুক্ত হবেন তরুণ ব্যাটসম্যান ইয়াসির আলী ও স্পিনার নাঈম হাসান। কিছুদিন ধরেই ক্রিকেটাঙ্গনে ঘুরপাক খাচ্ছিল দুজনের নাম।
শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে সুযোগ না পেলেও আয়ারল্যান্ড সিরিজ দিয়ে প্রথমাবারের মতো বাংলাদেশ দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান ইয়াসির আলী। এবারের বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে দারুণ নৈপুণ্য দেখান এই টপঅর্ডার ব্যাটসম্যান। দুর্দান্ত টাইমিং ও অসাধারণ সব শট খেলার সামর্থ্যের পাশাপাশি দারুণ ধারাবাহিকতাও ছিল ইয়াসিরের।
বিপিএলে তিনটি ফিফটি ইনিংসসহ ১১ ম্যাচে ৩০৭ রান করেন ডানহাতি ব্যাটসম্যান ইয়াসির। আসরে চিটাগং ভাইকিংসকে প্রায় এক হাতে বেশ কয়েকটি ম্যাচও জেতান তরুণ এই ব্যাটসম্যান। এরপর চলতি প্রিমিয়ার লিগেও অসাধারণ ফর্মের ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। এবারের লিগে ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলা ইয়াসিরের ব্যাটিং গড়টাও অবিশ্বাস্য, ১০৫.৭৫। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও সম্প্রতি উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন ইয়াসিরকে নিয়ে। তাই স্বাভাবিকভাবেই প্রথমবারের মতো বাংলাদেশ স্কোয়াডে সুযোগ পেয়ে গেছেন আলোচিত এই ব্যাটসম্যান।
অন্যদিকে, ডানহাতি অফস্পিনার নাঈম হাসানের জন্য বাংলাদেশ দলে ডাক পাওয়াটা নতুন নয়। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হয় নাঈমের। প্রথম টেস্টেই কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন দীর্ঘদেহী এই স্পিনার। এবারের বিপিএলে খেলেন চিটাগং ভাইকিংসের হয়ে। ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতায় নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দলেও সুযোগ পেয়ে যান ১৮ বছর বয়সী এই স্পিনার। তবে এখন পর্যন্ত দেশের হয়ে ওয়ানডে খেলার সুযোগ পাননি এই তরুণ।
বুদ্ধিদীপ্ত অফস্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও পারঙ্গমতা আছে নাঈমের। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে চমক হিসেবে যে গুটিকয়েক তরুণ ক্রিকেটারের নাম ঘুরেফিরে আসছিল, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন নাঈম। শেষ পর্যন্ত ১৫ সদস্যের বিশ্বকাপ দলে না থাকলেও দলের সঙ্গে আয়ারল্যান্ডে যাচ্ছেন তিনি।
অবশ্য বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, প্রয়োজনে ১৫ সদস্যের দলে পরিবর্তন করার সুযোগ রয়েছে। তাই বিশ্বকাপ দলের কোনো ক্রিকেটারের ইনজুরি বা পারফরম্যান্সের কারণে রদবদল করা হলে দলে সুযোগ পেয়েও যেতে পারেন ইয়াসির ও নাঈম।
আয়ারল্যান্ড সিরিজের বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি, ইয়াসির আলী ও নাঈম হাসান।