আবাহনীর জয়ে সৌম্য-সাইফউদ্দিনের মিশ্র অভিজ্ঞতা

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সহজ জয় পেয়েছে আবাহনী লিমিটেড। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রাইম ব্যাংককে ছয় উইকেটে পরাজিত করে ঐতিহ্যবাহী ক্লাবটি। আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। আজ প্রাইম ব্যাংককে হারিয়ে সুপার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে দলটি। তবে দলের সহজ জয়ের ম্যাচে মিশ্র অভিজ্ঞতা হয়েছে জাতীয় দলের দুই খেলোয়াড় এবং এবারের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া সৌম্য সরকার ও মোহাম্মদ সাইফউদ্দিনের। আবাহনীর হয়ে বল হাতে আগুন ঝরান সাইফউদ্দিন। তবে সহজে জেতা ম্যাচেও শূন্য রানে আউট হয়ে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন সৌম্য।
মিরপুরে ২২৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩২ বল হাতে রেখেই ছয় উইকেটের অনায়াস জয় পায় আবাহনী। ভারতীয় ব্যাটসম্যান ওয়াসিম জাফরের ৬৪, নাজমুল হোসেন শান্তর অপরাজিত ৭৭ ও মোহাম্মদ মিঠুনের অপরাজিত ৩৩ রানের ওপর ভর করে চার উইকেটে ২২৮ রান করে জয় পেয়ে যায় আবাহনী। এ ছাড়া সাব্বির রহমান ২৬ ও ওপেনার জহুরুল ইসলাম অমি ২৪ রান করেন। তবে আবার হতাশ করেন সৌম্য সরকার। মাত্র দুই বল খেলে শূন্য রানে নাঈম হাসানের বলে স্টাম্পড হন আবাহনী ওপেনার। বিশ্বকাপের ঠিক আগে সৌম্যর এমন অফফর্ম নির্বাচকদের দুশ্চিন্তাকে দিন দিন বাড়িয়ে দিচ্ছে।
তবে সৌম্যর হতাশার দিনে নিজের অসাধারণ ফর্মের ধারাবাহিকতা ধরে রেখেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। লিগে আবার পাঁচ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। অভিজ্ঞ মাশরাফি বিন মুর্তজার সঙ্গে টস জিতে ফিল্ডিং নেওয়া আবাহনীর হয়ে বোলিং ওপেন করেন সাইফউদ্দিন। ৯.৩ ওভার বল করে ৩২ রান দিয়ে পাঁচ উইকেট নেন দারুণ ফর্মে থাকা এই বোলার। ব্যাটিংয়ে ব্যর্থ হলেও বল হাতে দুটি উইকেট নেন সৌম্য সরকার। এ ছাড়া মাশরাফি নেন দুই উইকেট।
আবাহনীর বোলারদের সম্মিলিত আক্রমণে ২২৬ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংকের ইনিংস। মাত্র ৬৬ রানে ছয় উইকেট হারানো দলটি সম্মানজনক এই স্কোর পায় অভিজ্ঞ অলক কাপালির ৮০ ও নাঈম হাসানের অপরাজিত ৫১ রানের দুর্দান্ত দুটি ইনিংসের ওপর ভর করে। তবে দুজনের বীরোচিত প্রচেষ্টার পরও পরাজয় রুখতে পারেনি দলটি।
অসাধারণ বোলিং করে আবাহনীকে জয় এনে দেওয়া মোহাম্মদ সাইফউদ্দিন হন ম্যান অব দ্য ম্যাচ।