ফিফা বর্ষসেরার লড়াইয়ে ‘বিবিসি’ আর ‘এমএসএন’
বিশ্ববিখ্যাত দুই সংবাদমাধ্যম বিবিসি আর এমএসএন। ফুটবলেও ‘বিবিসি’ আর ‘এমএসএন’ আছে। রিয়াল মাদ্রিদের ‘বিবিসি’ হলেন গ্যারেথ বেল, করিম বেনজেমা আর ক্রিস্টিয়ানো রোনালদো। অন্যদিকে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ আর নেইমারকে নিয়ে গড়া বার্সেলোনার ভয়ংকর আক্রমণভাগের সংক্ষিপ্ত নাম ‘এমএসএন’। ফিফা ব্যালন ডি’অর লড়াইয়ের জন্য ঘোষিত ২৩ জনের প্রাথমিক তালিকায় আছেন ছয় তারকাই।
গত শনিবার রিয়ালের পক্ষে রেকর্ড ৩২৪তম গোল করা রোনালদোর সামনে টানা তৃতীয়বারের মতো ফিফা বর্ষসেরা হওয়ার হাতছানি। তবে বরাবরের মতো এবারও তাঁকে পড়তে হচ্ছে মেসির চ্যালেঞ্জের সামনে। গত মৌসুমে বার্সার ট্রেবল জয়ে সবচেয়ে বড় অবদান ছিল মেসিরই। আর্জেন্টিনার অধিনায়কের তাই পঞ্চমবারের মতো এই পুরস্কার জয়ের জোরালো সম্ভাবনা।
২৩ জনের তালিকায় বার্সেলোনার খেলোয়াড়ই সবচেয়ে বেশি—ছয়জন। মেসি, নেইমার ও সুয়ারেজ ছাড়া ন্যু ক্যাম্প থেকে বর্ষসেরার লড়াইয়ে আছেন আন্দ্রেস ইনিয়েস্তা, হাভিয়ের মাসচেরানো ও ইভান রাকিতিচ। বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল থেকে প্রাথমিক তালিকায় জায়গা করে নিয়েছেন পাঁচজন। ‘বিবিসি’ বাদে বাকি দুজন হামেস রদ্রিগেজ ও টনি ক্রুজ।
জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখেরও পাঁচজন প্রতিনিধি—রবার্ত লেভানদভস্কি, টমাস মুলার, আরিয়েন রোবেন, আর্তুরো ভিদাল ও গোলরক্ষক মানুয়েল নয়্যার। ভিদাল ছাড়া কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি থেকে আছেন আরেকজন, আলেক্সিস সানচেজ। ইউরোপীয় আর লাতিন আমেরিকান ছাড়া মাত্র একজনই ঠাঁই পেয়েছেন ২৩ জনের তালিকায়—ম্যানচেস্টার সিটির ইয়াইয়া তুরে। আইভরি কোস্টের এই মিডফিল্ডার গত চারবারের আফ্রিকান বর্ষসেরা ফুটবলার।
আগামী ৩ নভেম্বর তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করবে ফিফা। ১১ জানুয়ারি সুইজারল্যান্ডের জুরিখে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।