দারুণ শুরু বাংলাদেশের মেয়েদের
বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলে বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। আজ সোমবার উদ্বোধনী দিনে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-০ গোলে জিতে আসর শুরু করেছে স্বাগতিক দলের মেয়েরা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ছয়জাতির এই টুর্নামেন্টে ফেভারিটের তকমা পাওয়া বাংলাদেশের মেয়েরা এদিনের ম্যাচে শুরু থেকেই ছিল বেশ আক্রমণাত্মক। তাই শুরুতেই গোলের দেখা পেয়ে যায় তারা।
ম্যাচের ১৩ মিনিটে সিরাত জাহান স্বপ্নার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। আঁখি খাতুনের লম্বা পাস ধরে ভেতরে ঢুকে প্লেসিং শটে গোল করেন তিনি। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানী সরকার। মারিয়ার কর্নার থেকে কৃষ্ণার হেড জড়িয়ে যায় আরব আমিরাতের জালে। আর কোনো গোল না হওয়ায় এই দুই গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
আসরে স্বাগতিক বাংলাদেশসহ মোট ছয়টি দল অংশ নেবে। ‘এ’ গ্রুপে মঙ্গোলিয়া ও তাজিকিস্তানের সঙ্গে তৃতীয় দল হিসেবে রয়েছে লাওস। অন্যদিকে, ‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে বাকি দুটি দল হচ্ছে সংযুক্ত আরব আমিরাত এবং কিরগিজস্তান। দুটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। এরপর চারদলের সেমিফাইনাল থেকে বিজয়ী দল দুটি ফাইনাল খেলবে। আগামী ৩ মে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
এদিন টুর্নামেন্টের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী, সহ-সভপাতি কাজী নাবিল আহমেদ, মহিউদ্দিন আহমেদ মহি।
বাংলাদেশ একাদশ : রূপনা চাকমা, শিউলী আজিম, শামসুন্নাহার, আঁখী খাতুন, নার্গিস খাতুন, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, সানজিদা আক্তার, মিশরাত জাহান মৌসুমী (অধিনায়ক), সিরাত জাহান স্বপ্না ও কৃষ্ণা রাণী সরকার।