সৌম্যকে নিয়ে তামিমের ভবিষ্যদ্বাণী

আগের দিনই ব্যাট হাতে দারুণ একটি রেকর্ড গড়েছেন বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান সৌম্য সরকার। গতকাল মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শেষ ম্যাচে আবাহনী লিমিটের হয়ে গড়েছেন ইতিহাস। লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন।
দারুণ এই কীর্তিতে প্রশংসায় ভারছেন সৌম্য। বাংলাদেশ দলের অন্যতম সেরা তারকা তামিম ইকবাল অভিনন্দন জানিয়েছেন তরুণ এই ব্যাটসম্যানকে। এ সম্পর্কে বাংলাদেশ দলের সেরা ওপেনার বলেন, ‘সত্যিই সৌম্যর এই অর্জন অনেক বড়। কোথায় রান করেছে সেটি বড় নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে সে কেমন সাফল্য পেয়েছে। বিশ্বকাপের আগে এই সাফল্য তার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে।’
শুধু সৌম্য নয়, লিটনকে নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন তামিম, ‘এই দুজন (সৌম্য ও লিটন) বাংলাদেশের হয়ে আগামী ১০-১৫ বছর খেলার সামর্থ্য রাখে। ভালো করার এখনই সেরা সময় তাদের। আমার বিশ্বাস এবারের বিশ্বকাপে তারা ভালো কিছু করবে।’
শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ম্যচে সৌম্য খেলেছেন ২০৮ রানের অপরাজিত দ্বিশতক। ১৫৩ বলে ১৪টি চার ও ১৬টি ছক্কায় এই ইনিংসটি খেলেছেন তিনি। ইতিহাস গড়ার দিনে আরো কয়েকটি রেকর্ড গড়েছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ সংগ্রহ গড়েছেন তিনি। রকিবুল হাসানের ১৯০ রান টপকে এদিন দ্বিশতক করেন তিনি।
এই ম্যাচে সৌম্য ১৬টি ছক্কা মেরেছেন। যেকোনো ওয়ানডে ম্যাচে বাংলাদেশের মাটিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার মার।
আরেকটি বড় রেকর্ড হয়েছে ওপেনিংয়ে। বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েন জহুরুল ইসলাম ও সৌম্য সরকার। ওপেনিং জুটিতে দুজনে মিলে করেন ৩১২ রান।
অবশ্য এটি সৌম্যের ক্যারিয়ারে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। এর আগে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে যুব এশিয়া কাপে একটি দ্বিশতক করেছিলেন। ২০১২ সালে কাতারের বিপক্ষে সে ম্যাচে করেছিলেন ২০৯ রান।