বিশ্বকাপে পাকিস্তান হবে আক্রমণাত্মক!

Looks like you've blocked notifications!

আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের ভালো কিছু করার সম্ভাবনা প্রবল বলে মনে করেন অধিনায়ক সরফরাজ আহমেদ। দলটির কোচ মিকি আর্থারও তাঁর সঙ্গে সহমত পোষণ করেন। আসন্ন এ আসরের জন্য পাকিস্তান দল পুরোপুরি প্রস্তুত বলেও জানান তাঁরা।

লাহোরে সাংবাদিকদের আর্থার বলেন, ‘আসন্ন বিশ্বকাপের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। দলের খেলোয়াড়রা খুবই আত্মবিশ্বাসী সেমিফাইনালে খেলতে। আসরে সাফল্য পেতে সামর্থ্যে পুরো দিয়ে খেলব আমরা।’

নতুন মুখ ওপেনার আবিদ আলি ও পেসার মোহাম্মদ হাসনাইনকে দলভুক্ত করা পাকিস্তান কোচ বলেন, ‘আবিদ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। হাসনাইন মাত্র তিন সপ্তাহের মধ্যে দলে সুযোগ পেয়েছে। আমার বিশ্বাস, এই দুই ক্রিকেটার এবারের বিশ্বকাপে ভালো কিছু করবে।’

বিশ্বকাপে দলের কৌশল সম্পর্কে তিনি বলেন, ‘এবারের বিশ্বকাপে আমাদের কৌশল হবে আক্রমণাত্মক।’

অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ ও বাবর আজমকে দলে নেওয়া প্রসঙ্গে আর্থার বলেন, ‘একজন অফস্পিনার হিসেবে বিশ্বকাপে হাফিজকে খেলানো যাবে। আর বাবর দলের সেরা ব্যাটসম্যান হওয়ায় তাঁর ওপর আমাদের প্রত্যাশা কিছুটা বেশি।’

বিশ্বকাপে ভালো করতে মুখিয়ে আছেন অধিনায়ক সরফরাজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরো প্রস্তুতি নিয়েই আমরা বিশ্বকাপে যাচ্ছি। আসন্ন এই আসরে আমরা ভালো কিছু করতে আশাবাদী। টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিতে আমাদের পুরো দল প্রস্তুত।’

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘ভারতের বিপক্ষে একটা ম্যাচ হলে আমরা যতটা গুরুত্ব দিয়ে খেলে থাকি, ঠিক সমান গুরুত্ব দিয়েই আমরা নয় ম্যাচের সবকটি খেলব। সম্প্রতি বড় টুর্নামেন্টে আমরা ভারতকে হারিয়েছে। এটা আমাদের জন্য একটা বাড়তি সুবিধা।’