রাকিতিচের নৈপুণ্যে বার্সার জয়
হাঁটুর চোটের কারণে লিওনেল মেসি দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে। রায়ো ভায়েকানোর বিপক্ষে আগের ম্যাচে চার গোল করা নেইমারও গোল এনে দিতে পারেননি বিরতি পর্যন্ত। বেলারুশের বাতে বরিসভের মাঠে দুশ্চিন্তায় পড়ে যাওয়া বার্সেলোনা সমর্থকদের মুখে অবশেষে হাসি ফোটালেন ইভান রাকিতিচ। এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডারের দুই গোলে ২-০ ব্যবধানে জিতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর পথে আরেক ধাপ এগিয়েছে বার্সা। নিজে লক্ষ্যভেদে ব্যর্থ হলেও দলের দুটি গোলই নেইমারের বানিযে দেওয়া।
মঙ্গলবার রাতে স্পেন আর ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা সাফল্য পেলেও জার্মান চ্যাম্পিয়নরা ব্যর্থ। আর্সেনালের কাছে ২-০ গোলে হেরে গেছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ‘গানার’দের দুই গোলদাতা ফরাসি স্ট্রাইকার অলিভিয়ে জিরু ও জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল।
জিততে পারেনি ইংলিশ চ্যাম্পিয়ন চেলসিও। ইউক্রেনের দায়নামো কিয়েভের মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে জোসে মরিনিয়োর শিষ্যরা। আরেক জমজমাট ম্যাচে জার্মানির বায়ার লেভারকুজেন আর ইতালির রোমা ৪-৪ গোলে ড্র করেছে।
বার্সেলোনার জয়ের নায়ক হলেও বরিসভের মাঠে প্রথম একাদশে সুযোগ পাননি রাকিতিচ। ১৮ মিনিটে সের্গি রবের্তোর চোটের কারণে মাঠে নেমেছেন তিনি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই রাকিতিচের চমক। নেইমারের বাড়িয়ে দেওয়া বল ধরে জোরালো শটে গত মৌসুমের ট্রেবলজয়ীদের এগিয়ে দিয়েছেন তিনি। কিছুক্ষণ পর নেইমারের এক দুর্দান্ত ভলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে হতাশ করেছে বার্সাকে। তবে ৬৪ মিনিটে আর হতাশ হতে হয়নি। নেইমারের পাস ধরে, এগিয়ে আসা বরিসভ গোলরক্ষককে বোকা বানিয়ে ঠান্ডা মাথায় বর্তমান চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত করেছেন রাকিতিচ।
এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে আছে বার্সা। ৪ পয়েন্ট সংগ্রহ করা লেভারকুজেনের অবস্থান দ্বিতীয়। বরিসভের তিন আর রোমার দুই পয়েন্ট।