বার্সার বিপরীত মেরুতে রিয়াল মাদ্রিদ

শনিবার স্প্যানিশ লা লিগায় টানা দ্বিতীয়বার আর গত ১১ মৌসুমে অষ্টমবারের মতো শিরোপা জয় নিশ্চিত করে বার্সেলোনা। সুপারস্টার লিওনেল মেসির জাদুকরি নৈপুণ্য, সতীর্থদের চোখ-ধাঁধানো ফুটবল আর কোচ আর্নেস্তো ভেলভার্দের কৌশলে তিন ম্যাচ হাতে রেখেই ট্রফি উঁচিয়ে ধরে কাতালান দলটি। কিন্তু তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ভগ্নদশা কিছুতেই যেন কাটছে না। রোববার রাতে দুর্বল ভায়েকানোর কাছে ১-০ গোলে হেরে গেছে জিনেদিন জিদানের দল।
লা লিগায় এ মৌসুমে পয়েন্ট তালিকার তিন নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে অবনমনের আশপাশে ঘুরপাক খেতে থাকা রায়ো ভায়েকানো আছে ১৯ নম্বরে। কিন্তু বাজে ফর্ম আর আত্মবিশ্বাসের ঘাটটিতে ভুগতে থাকা মাদ্রিদ শিবির ভায়েকানোর মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে হেরেই যায়। ঘরের মাঠে প্রথমার্ধের ২৩ মিনিটে পেনাল্টিতে স্কোর করে ১-০ গোলে এগিয়ে যায় ভায়েকানো। এরপর ম্যাচের পুরোটা সময় আর সেই গোল শোধ করতে পারেনি মাদ্রিদ শিবির। ফলে এক গোলের পরাজয়ে মাথা নিচু করে মাঠ ছাড়তে হয় তাদের।
প্রতিপক্ষের মাঠে ফরাসি তারকা ফরোয়ার্ড করিম বেনজেমাকে ছাড়াই নামে রিয়াল মাদ্রিদ। ম্যাচের একেবারে শুরুতে কিছুটা আক্রমণের ঝলক দেখায় দলটি। পঞ্চম মিনিটে মার্সেলোর দূরপাল্লার শট রক্ষা করেন ভায়েকানোর গোলরক্ষক। কিন্তু এর পর থেকেই মিইয়ে যেতে থাকে রিয়াল। অন্যদিকে, চাঙ্গা হয়ে খেলতে থাকে স্বাগতিক দলটি।
প্রথমার্ধের ২৩ মিনিটে রিয়ালের ডি-বক্সে ফাউলের শিকার হন ভায়েকানোর গেররা। ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে আদ্রি এমবারবা গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। গোল খাওয়ার ১৫ মিনিট পর ভায়েকানোর জালে বল পাঠায় রিয়াল মাদ্রিদ। কিন্তু অফসাইডের কারণে মারিয়ানোর গোলটা বাতিল করে দেওয়া হয়। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় জিদানের দল।
দ্বিতীয়ার্ধে সমর্থকরা আক্রমণাত্মক ফুটবলের প্রত্যাশা করলেও কাঙ্ক্ষিত নৈপুণ্য দেখাতে ব্যর্থ হন রিয়ালের ফুটবলাররা। ম্যাচের ৫৬ মিনিটে ওয়েলস তারকা গ্যারেথ বেলের দারুণ একটি ফ্রি-কিক ফিরিয়ে দেন ভায়েকানোর গোলরক্ষক। এরপর গোল শোধ করার মতো আর একটি আক্রমণই করতে পারে মাদ্রিদ। কিন্তু ম্যাচের একেবারে শেষ সময়ে টনি ক্রুসের ফ্রি-কিকটা ব্যর্থ হয়ে গেলে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় স্প্যানিশ জায়ান্টদের।
৩৫ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৫। হেরে গেলেও আগের মতো তালিকার তৃতীয় অবস্থানেই আছে তারা।