সাংবাদিকদের ওপর চটেছেন সাকিবের স্ত্রী শিশির

Looks like you've blocked notifications!

গতকাল সোমবার হয়েছিল বিশ্বকাপগামী বাংলাদেশ দলের আনুষ্ঠানিক ফটোসেশন। সেখানে ছিলেন না বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। যে কারণে ব্যাপক সমালোচিত হয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। এর জন্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাংবাদিকদের কড়া সমালোচনা করেন তিনি।

আজ মঙ্গলবার নিজের ফেসবুক পেজে শিশির লিখেছেন, ‘সাংবাদিকদের সম্পর্কে আমার বলার কিছু নেই, কেন সাকিব আল হাসানের বিরুদ্ধে তাদের এত ঘৃণা। মনে হয় আমাদেরই দোষ। আমরা তাদের রাতের বা দুপুরের খাবারের জন্য আমন্ত্রণ জনাতে পারিনি। ছোটবেলা থেকে সে বিকেএসপিতে পরিশ্রম করেছে, শুধু ক্রিকেটে মনোযোগ দিয়েছে। সে অভিনয় করতে শেখেনি। হয়তো এ কারণেই সে খুব একটা ইতিবাচক মানুষ না। যাই হোক মানুষকে খুশি করে আগ্রহের কেন্দ্রে থাকতে চায় না সে।’

আর বিশ্বকাপের ফটোসেশন নিয়ে সাকিবের স্ত্রী লিখেছেন, ‘এখন আলোচনার বিষয় হলো সে কেন বিশ্বকাপের ফটোসেশনে ছিল না। সেখানে যেতে পারেনি সেটা ইচ্ছে করে নয়। তাকে যে বার্তা পাঠানো হয়েছিল সেটির ভুল বুঝেছে সে। এরপর সে কর্মকর্তাদের কাছে ক্ষমা চেয়েছে। আমরা দুঃখিত সে ঘটনা ভিডিও করে রাখিনি।’

আর একটি টিভি চ্যানেলের টকশোতে সাকিবের  সমালোচনা প্রসঙ্গে শিশির লিখেছেন, “একটি চ্যানেলে দুজন সাংবাদিক সাকিবকে নিয়ে অনেক অযৌক্তিক কথা বলেছেন। তা হলো ‘তিনি (সাকিব) নাকি খ্যাতি  অর্জনের জন্যই এটি করছেন।’ আমি যদি ভুল না করি, এটাই ওর সবচেয়ে কম দরকার। সম্ভবত এটি অন্য উপায় যা হয়তো আপনি (সাংবাদিক) নেতিবাচক কথা বলার মাধ্যমে খ্যাতি অর্জন করতে চান। কারণ ব্যবসার দিক দিয়ে এটি লাভজনক এবং আপনার প্রোফাইলের জন্যও!  এখন যদি তাঁর আচরণ নিয়ে কোনো খেলোয়াড়কে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করুন। মাঠ ও মাঠের বাইরে ভেতরের খবর নিন। বিশ্বকাপ এগিয়ে আসছে। তাঁকে তাঁর মতো থাকতে দিন। আমার মনে হয় আরো অনেক জিনিস আছে কথা বলার জন্য।”