হকি খেলোয়াড়দের ক্যাম্পে যোগ দেওয়ার আশ্বাস
গত রোববার রাতে ফেডারেশনের কর্মকর্তাদের এসএ গেমসের ক্যাম্পে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন হকি খেলোয়াড়রা। কিন্তু পরের দিন সকালেই তাঁরা ‘ডিগবাজি’ খেয়ে ক্যাম্পে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। হকিতে এমন হতাশাজনক চিত্র দীর্ঘদিন ধরে চলছে। অচলাবস্থা দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসানকে। মঙ্গলবার হকি ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন বিসিবি সভাপতি। বুধবার জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গেও কথা বলেছেন তিনি। দীর্ঘ আলোচনা শেষে খেলোয়াড়রা ক্যাম্পে যোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন নাজমুল হাসানকে।
বিসিবি সভাপতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘হকি খেলোয়াড়রা আমাকে আশ্বাস দিয়েছে যে শুক্রবার থেকেই তারা ক্যাম্পে যোগ দেবে।’
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ পদত্যাগ করতে রাজি হয়েছেন অবশেষে। তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারকা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি বলেন, ‘সবাই যেহেতু চাচ্ছে না যে তিনি এই পদে থাকুন, তাই তাঁর সরে যাওয়াই ভালো। আমরা তাঁর পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানাই।’
গত সোমবার বেক্সিমকোর কার্যালয়ে বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকের পর পদত্যাগ করতে রাজি হয়েছেন খাজা রহমতউল্লাহ। আগামী শুক্রবার রাজধানীর ফ্যালকন হলে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা। সেখানেই পদত্যাগপত্র জমা দিতে পারেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক।